বাংলা নিউজ > ঘরে বাইরে > ভারতীয় শ্রমিকদের নিশানা করে নেপালিদের পাথরবৃষ্টি, এবার বড় আশ্বাস দিল নেপাল

ভারতীয় শ্রমিকদের নিশানা করে নেপালিদের পাথরবৃষ্টি, এবার বড় আশ্বাস দিল নেপাল

পিথোরাগড়ের কালী নদী (Ht Photo) (HT_PRINT)

স্থানীয় এক বিজেপি নেতা মহেন্দ্র বুড়িয়া জানিয়েছেন, নেপালিরা যদি পাথর ছোঁড়া না থামায় তবে আগামী ২৭ ডিসেম্বর থেকে কালী নদীর উপর ব্রিজ বন্ধ করে দেওয়া হবে। পিথোরাগড় পুলিশ ইতিমধ্যেই নির্মাণকর্মীদের উপর পাথর ছোঁড়ার অভিযোগে মামলা দায়ের করেছে।

নেপাল-ভারত সীমান্তে কালী নদীর তীরে বাঁধ তৈরির উদ্যোগ নিয়েছে ভারত। আর সেই ভারতীয় কর্মীদের উপর ক্রমাগত পাথর বৃষ্টির অভিযোগ উঠেছে। এমনকী শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় একজন জখমও হয়েছিলেন। এবার এই ঘটনায় উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা প্রশাসন গোটা বিষয়টি অত্যন্ত জোরালোভাবে নেপালের কাছে তুলে ধরেছে। এদিকে এই ঘটনায় নেপালের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীদিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেকারণে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে ওই এলাকায়।

কিন্তু কেন এভাবে পাথর ছুঁড়ছেন নেপালের বাসিন্দারা? আসলে ভারতের দিকে কালী নদীর তীরে বাঁধ তৈরি হচ্ছে। এনিয়ে নেপালের স্থানীয়দের একাংশের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তাদের অনেকে ভাবছেন যে এভাবে বাঁধ তৈরি হলে নেপালের দিকের অংশ কালী নদীর জলের তোড়়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরেই তারা বাঁধ তৈরি আটকাতে এভাবে পাথর ছোঁড়া শুরু করেছে বলে খবর। এমনকী গত ৪ ডিসেম্বর পিথোরাগড়ে একই ধরনের ঘটনা হয়েছিল । এরপর পুলিশ অজ্ঞাত পরিচয় কয়েকজন নেপালি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল।

সেচ দফতরের এসডিও ফারহান আহমেদ জানিয়েছেন, শুক্রবারের ঘটনায় এক গাড়ি চালক জখম হয়েছেন। তিনি ওই নির্মাণস্থলে গাড়ি নিয়ে এসেছিলেন। তিনি পাথরের আঘাতে জখম হয়েছেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুটি ডাম্পারের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালিদের ছোঁড়া পাথরের আঘাতে এগুলি ভেঙে গিয়েছে।

পিথোরাগড়ের জেলা শাসক রীনা যোশী জানিয়েছেন, পাথর ছোঁড়ার ঘটনার পরে আমরা গোটা বিষয়টি নেপালকে জানিয়েছি। নেপালের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে যে এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে না হয় সেকারণে নেপালের দিকে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে।

এদিকে সেচদফতরের তরফে দাবি করা হয়েছে, আগামীদিনে যদি এই ধরনের ঘটনা হয় তবে এভাবে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আগামী দিনে এভাবে চলতে থাকলে কাজ বন্ধ করে দেওয়া ছাড়া অন্য উপায় থাকবে না।

স্থানীয় এক বিজেপি নেতা মহেন্দ্র বুড়িয়া জানিয়েছেন, নেপালিরা যদি পাথর ছোঁড়া না থামায় তবে আগামী ২৭ ডিসেম্বর থেকে কালী নদীর উপর ব্রিজ বন্ধ করে দেওয়া হবে। পিথোরাগড় পুলিশ ইতিমধ্যেই নির্মাণকর্মীদের উপর পাথর ছোঁড়ার অভিযোগে মামলা দায়ের করেছে।

 

পরবর্তী খবর

Latest News

পুলিশের ব্যর্থতারই ফসল জয়নগরর ঘটনা? কী বললেন আরজি করের নির্যাতিতার বাবা-মা? বাংলার ইতিহাস নিয়ে ছবি, এদিকে নাম দিল্লি ফাইলস! কেন? কারণ প্রকাশ্যে আনলেন বিবেক সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা! চোটের কারণে ছিটকে গেলেন শিবম দুবে, টিমে MI-এর তরুণ 'শ্যুট অ্যাট সাইট করো', জয়নগরের বালিকার ধর্ষণ-হত্যা ঘটনায় বিধান দেবের আরজি কর কাণ্ডের পর বিনীত গোয়েলের ‘কনফিডেন্স’ জয়নগর কাণ্ডে বারুইপুরের SPর মুখে উৎসবে নয় বিক্ষোভে থাকতে আমরণ অনশনে বসছেন ৬ ডাক্তার, থাকবেন না আরজি করের কেউ সুকন্যা, অনুব্রতর পর গরুপাচার মামলায় এবার জামিন হল সায়গল হোসেনের শ্রীলঙ্কা সফরের জন্য উইন্ডিজের ODI ও T20I দল ঘোষণা, টিমে নেই এই চার সুপারস্টার তিলোত্তমার ন্যায়বিচারের আশায় এবার দেবীর আরাধনা লণ্ডনের প্রবাসী বাঙালিদের 'পথে এবার নামো সাথী' গানে রাস্তাতে নাচলেন শ্রীলেখা, লিখলেন, ‘জানি মোটা লাগছে…'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.