ফের দুষ্কৃতীদের নিশানায় বন্দে ভারত। ঝাড়খণ্ডে বন্দে ভারত এক্সপ্রেসকে টার্গেট করল দুষ্কৃতীরা। শনিবার বিকেল পাঁচটা নাগাদ টাটানগর-বহরমপুর বন্দে ভারত ট্রেনে দ্বিতীয়বার পাথর ছোড়া হয়। ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রাপোসি স্টেশনের কাছে। এর ফলে বন্দে ভারত ট্রেনের সি৩ কোচের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা সেকেন্ড ক্লাস কামরায় বসেছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর থেকে চলা টাটানগর-বহরমপুর বন্দে ভারত ট্রেনের খুরদা ডিভিশনে পাথর ছোড়া হয়। গত ৩ অক্টোবর টাটানগর-পাটনা বন্দে ভারত ট্রেনে কোডারমার কাছে পাথর ছোড়া হলে সি-২ ও সি-৫ কামরার কাচ ভেঙে যায়। গয়ার কাছে পাটনা-টাটা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়। এ ছাড়া রাঁচি-হাওড়া বন্দে ইন্ডিয়া এবং রৌরকেল্লা-পুরী বন্দে ইন্ডিয়া ট্রেনেও একসময় বন্দে ভারত এক্সপ্রেসকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। ওয়াকিবহাল মহলের মতে, রাজধানী, জনশতাব্দী, দক্ষিণ বিহার, গীতাঞ্জলি, আমেদাবাদ-সহ টাটানগর দিয়ে যাওয়া আরও অনেক ট্রেনে পাথর ছোড়া হয়েছে। এটা ভাল যে বন্দে ইন্ডিয়া ট্রেনের কোচের কাঁচ উচ্চ শ্রেণীর হওয়ার কারণে, পাথরগুলি এখনও কাঁচ ভেঙে যাত্রীদের উপর আঘাত হানতে পারেনি।
টাটানগর-বহরমপুর বন্দে ভারত ট্রেনে সেভাবে যাত্রী হচ্ছে না। একই সঙ্গে রাঁচি-হাওড়া, টাটানগর-পাটনা ও রৌরকেল্লা-হাওড়া বন্দে ভারত ট্রেনে যাত্রীদের ভিড় রাঁচি-হাওড়া বন্দে ভারত টাটানগর থেকে দু'টি ক্যাটাগরিতে একাধিকবার অপেক্ষা করতে হয়েছে। ১৮ সেপ্টেম্বর থেকে টাটানগর-বেরহামপুর বন্দে ভারত ট্রেনটি দক্ষিণ পূর্ব রেলওয়ে জোন চাইবাসা দিয়ে চালানো হচ্ছে।
অর্ধেকের বেশি আসন ফাঁকা আগে
পরিকল্পনা ছিল টাটানগর থেকে হিজলি হয়ে ভুবনেশ্বর-পুরী পর্যন্ত বন্দে ইন্ডিয়া চালানোর, কারণ সকাল ১১টায় রাজধানী এক্সপ্রেসের পর সন্ধ্যা পর্যন্ত কটক, বালেশ্বর ও ভুবনেশ্বরগামী কোনও ট্রেনের সুবিধা নেই। আইআরসিটিসি এবং রেলের বুকিং অনুযায়ী, টাটানগর থেকে প্রতিদিন বহরমপুর বন্দে ট্রেনের অর্ধেকেরও বেশি আসন খালি থাকে। চাইবাসার পর রেলওয়ে অনেক স্টেশনে বন্দে ভারত থামিয়ে দিলেও খুরদা রোড পর্যন্ত মাত্র কয়েকজন যাত্রী পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, দুর্গাপুজোর সময় টাটানগর-বেরহামপুর বন্দে ভারত ৫৯০ কিলোমিটার প্রদক্ষিণ করা আট কোচের ট্রেনের আসনগুলি খালি হচ্ছে, অন্যদিকে ওড়িশা রুটের পুরুষোত্তম, নীলাচল, উৎকল, রাজধানী এবং সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসের যাত্রীরা নিশ্চিত টিকিট পান না। সাউথ ইস্টার্ন রেলওয়ে ফ্যানস ক্লাবের তরফে জানানো হয়েছে, হিজলি-বালেশ্বর হয়ে একই সময়ে টাটানগর-বেরহামপুর বন্দে ইন্ডিয়া ট্রেন চালালে রাঁচি, পাটনা ও রৌরকেল্লার মতো ভিড় বাড়বে।