বুঝতে পারেননি, এইভাবে অ্যাকাউন্টে হঠাৎ ৯৯৯ কোটি টাকা জমা পড়তে পারে। হতচকিত হয়ে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ককে জানান সবটা। কিন্তু এরপর যা হল তা আরও আশ্চর্যজনক।
বেঙ্গালুরুর ঘটনা এটি। সম্প্রতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটি ছোট কফি শপের মালিকের সঙ্গেই এমনটা ঘটেছে। ওই মালিকের নাম প্রভাকর এস। আর তাঁর স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করেই ৯৯৯ কোটি টাকা জমা করা হয়। এদিকে মিন্টের রিপোর্ট অনুসারে, তিনি এটি জেনে হতবাক হয়েছিলেন কারণ তিনি এটি কখনও কল্পনাও করেননি। এই ব্যাপারটা দেখে প্রথমে প্রভাকর ভেবেছিলেন যে কোনও ভুলবশত এমন কাণ্ড ঘটেছে, শীঘ্রই নিজেদের ভুল শুধরে নেবে ব্যাঙ্ক নিজেই। কিন্তু হল ঠিক তার উল্টো।
৪৮ ঘণ্টার মধ্যে তাঁর অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়। জমা করা বিপুল পরিমাণ টাকাও উধাও হয়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই টাকা হারিয়ে যাওয়ার পর এমন কিছু ঘটেছে, যার কারণে প্রভাকর এখন আর সাধারণ লেনদেনও করতে পারছেন না।
আরও পড়ুন: (Hassan Nasrallah: 'এই পবিত্র ভূমি রক্ষা কর', নিহত হাসান নাসারুল্লাহর অডিয়ো বার্তা প্রকাশ করল হেজবোল্লা)
একটি ছোট ব্যবসার মালিক হিসাবে, প্রভাকর প্রতিদিনই লেনদেন করতেন। কিন্তু এখন এ প্রসঙ্গে প্রভাকর জানান যে তিনি আর তাঁর ব্যবসার জন্য কোনও লেনদেন করতে পারছেন না। ব্যাঙ্কের সঙ্গেও এই বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করেছেন, ইমেল পাঠিয়েছেন, কিন্তু কোনও উত্তর বা সমাধান আসেনি। তাঁর পুরো জীবিকাকে ঝুঁকিতে।
প্রভাকর আরও বলেন যে 'সাহায্য করার পরিবর্তে, ব্যাঙ্ক আমাকে আরও বিস্তারিত জিজ্ঞাসা করেছে, যেমন আপনার বাড়ি কোথায়, আপনি কোথায়? অথচ সত্যিই কি ঘটেছে তা আমি জানি না। আমি শুধু জানি যে আমি এখন কোনও লেনদেন করতে পারি না। আমি কবে আবার লেনদেন করতে পারব সে বিষয়েও ব্যাঙ্ক কোনও নোটিশ বা তারিখও উল্লেখ করেনি। আমিও ব্যাঙ্ককে বলেছি যে যেভাবে হোক আমাকে আমার লেনদেন করার সুবিধা দিতেই হবে। ব্যবসার জন্য আমাকে ভেন্ডরদের টাকা পাঠাতে হবে। কিন্তু ব্যাঙ্ক কোনও পদক্ষেপই করছে না।'
প্রসঙ্গত, আর্থিক বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন যে বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে এই বড় ভুল হয়েছে। এই ভুল কেন হল, তা তদন্তের প্রয়োজন। মাইওয়েলথগ্রোথ.কম (MyWealthGrowth.com)-এর সহ-প্রতিষ্ঠাতা হর্ষদ চেতনওয়ালা, প্রভাকরকে পরামর্শ দেন যে যদি সমস্যাটি শীঘ্রই সমাধান করা না হয়, তাহলে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছে যেতে পারেন।