বাংলা নিউজ > ঘরে বাইরে > Stray dog killed: পথকুকুরকে শ্বাসরোধ করে হত্যা, নৃশংস ঘটনা মুম্বইয়ে, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Stray dog killed: পথকুকুরকে শ্বাসরোধ করে হত্যা, নৃশংস ঘটনা মুম্বইয়ে, ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পথকুকুরকে হত্যা করা হয়েছে ভয়ঙ্কর ভাবে। (ছবিটি প্রতীকী) (Pixabay)

কয়েকদিন ধরেই কুকুরটি অসুস্থ ছিল। জ্বরে ভুগছিল কুকুরটি। এরজন্য তিনি কুকুরটির চিকিৎসাও করছিলেন। একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে কুকুরটির চিকিৎসা করানো হচ্ছিল। তবে চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছিল কুকুরটি। ঘটনার দিন ওই ব্যক্তি প্রথমে কুকুরটিকে খুঁজে পাননি।

নৃশংস ঘটনা! পথকুকুরকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মীরা রোডে। একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে কুকুরটিকে শ্বাসরোধ করে হত্যা করতে দেখা গিয়েছে। এই ঘটনায় পশু কর্মীরা পূর্ব কানাক্য থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তাঁরা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি কুকুরকে প্রথমে এক ব্যক্তি গলা ও মুখ চেপে ধরে। তারপর আরও দুজন ব্যক্তি সেখানে এসে কুকুরটিকে লাঠি দিয়ে আঘাত করছেন। ঘটনায় কিছুক্ষণ পরেই মৃত্যু হয় কুকুরটির। জানা গিয়েছে, ওই পথ কুকুরের নাম হকি। স্থানীয় এক ব্যক্তি প্রতিদিন কুকুরটিকে খাবার দিতেন। ওই ব্যক্তি জানান, কয়েকদিন ধরেই কুকুরটি অসুস্থ ছিল। জ্বরে ভুগছিল কুকুরটি। এর জন্য তিনি কুকুরটির চিকিৎসাও করছিলেন। একজন পশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে কুকুরটির চিকিৎসা করানো হচ্ছিল। চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছিল কুকুরটি। ঘটনার দিন ওই ব্যক্তি প্রথমে কুকুরটিকে খুঁজে পাননি। পরে তিনি জানতে পারেন কেউ বা কারা কুকুরটিকে মারধর করেছে। গুরুতর আহত অবস্থা কুকুরটিকে উদ্ধার করে তিনি দ্রুত পশু চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে সেখানে গিয়েও কুকুরটিকে বাঁচানো সম্ভব হয়নি। পশু চিকিৎসক কুকুরটিকে মৃত ঘোষণা করেন।

কী কারণে কুকুরটি জখম হয়েছিল তা জানার জন্য ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেন ওই ব্যক্তি। তখনই তিনি জানতে পারেন নৃশংসভাবে মারধর করা হয়েছে কুকুরটিকে। সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন, দুজন কুকুরটিকে লাঠি দিয়ে আঘাত করছে এবং একজন গলা ও মুখ চেপে ধরেছিল। লাঠির আঘাতে কুকুরের চোখের ক্ষতি হয়। কুকুরটিকে হত্যা করার পর একটি দড়ি দিয়ে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছিল।

এমন দৃশ্য দেখার পর ক্ষোভে ফেটে পড়েন পশু প্রেমীরা। এই ঘটনায় তারা ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন। ঘটনায় থানায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন