ভয়ঙ্কর ঘটনা! বাড়িতে ঢুকে এক শিশুর চোখ খুবলে খেল কুকুর। তাতে শেষ পর্যন্ত মৃত্যু হল ওই শিশুর। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার মনোহরপুর থানার অন্তর্গত গোপীপুর গ্রামে। বাড়িতে ঘুমিয়ে ছিল ৬ মাস বয়সি ওই শিশু। সেই সময় কুকুরটি বাড়ির ভিতরে ঢুকে চোখ খুবলে নেয়। শিশুকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে সকল পড়ে গিয়ে গোটা এলাকায়। পথ কুকুর নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: পথচলতি কুকুরের তাড়ার জেরে অসুস্থতা, ৪৯ বছরে প্রয়াত ওয়াগবকরি গ্রুপের পরাগ দেশাই
জানা গিয়েছে, মৃত শিশুর নাম ঋত্বিকা। তার মা বিনীতা জানান, তিনি ঋত্বিকাকে বাড়ির উঠোনে ঘুম পাড়িয়েছিলেন। এরপরে প্রকৃতির ডাকে সাড়া দিতে সেখান থেকে কিছুটা দূরেই শৌচালয়ে গিয়েছিলেন। সেই সময় তার স্বামীও বাড়িতে ছিলেন না। এরপরই শিশুর চিৎকার শুনে বিনীতা দ্রুত বাইরে বেরিয়ে দেখেন একটি কুকুর ঋত্বিককে খুবলে কাছে। তিনি ছুটে শিশুর কাছে গেলে কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়।
তিনি জানান, মাত্র দু মিনিটের মধ্যে কুকুরটি তার সন্তানের বাঁ চোখ খুবলে খেয়ে নেয়। তখন পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। জানা যায়, কুকুরের কামড়ের ফলে শিশুটি গুরুতর আহত হয়। তাকে স ঙ্গেসঙ্গে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নামে পরিবারে। একইসঙ্গে পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
এদিকে, কুকুরের কামড়ের ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। গ্রামবাসীরা জানান, কুকুরে কামড়ানোর ঘটনা প্রায়ই ঘটছে এলাকায়। গ্রামবাসীদের মধ্যে কিছু লোক আছে যারা পথ কুকুরকে খাওয়ান। তাই এলাকায় পথ কুকুরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খবরে বলা হয়েছে, মনোহরপুর এলাকায় কুকুরের কামড়ের ঘটনা বেড়েছে। ৩১ জুলাই তিন গ্রামবাসীকে একটি পথ কুকুর কামড়ায় এবং এর আগে ২১ জুলাই আরেকটি পথ কুকুর একটি পাঁচ বছরের মেয়ে এবং একটি ১৪ বছর বয়সি ছেলে সহ সাতজনকে কামড়ায়। তারা স্কুলে যাচ্ছিল। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এখন একটি মেয়ের প্রাণহানির ঘটনায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।