ন্যক্কারজনক ঘটনা ঘটল বিহারের বক্সারে। স্কুলে প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে গিয়ে এক ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারে। একটি নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে তিনজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্কুলে যাচ্ছিল। সেই সময় দুষ্কৃতীরা তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ওই নির্যাতিতা বাড়িতে পৌঁছে তার বাবা-মাকে সমস্ত কিছু খুলে বলে। এরপর অভিভাবকরা পুলিশের কাছে যান। ঘটনায় স্থানীয় মহিলা থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, মেয়েটির ডাক্তারি পরীক্ষায় গণধর্ষণের প্রমাণ মিলেছে। বক্সারের পুলিশ সুপার মনীশ কুমার বলেছেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা অভিযুক্তদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির যৌন অপরাধ থেকে শুরু করে পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।’
উল্লেখ্য, দিন কয়েক আগে বিহারের পূর্ণিয়াতে এক শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। প্রাণ বাঁচাতে ওই শিক্ষিকা বাস থেকে ঝাঁপ দেন। অভিযোগ, ওই শিক্ষিকা একটি বাসে স্কুলে যাচ্ছিলেন। বাসটি পূর্ণিয়াতে পৌঁছানোর সময় চালক এবং কন্ডাক্টর সহ পাঁচজন ছাড়া বাকি যাত্রীরা নেমে যায়। সেই সময় ওই শিক্ষিকা একা বাসে ছিলেন। তখন প্রথমে তারা স্কুল শিক্ষিকাকে নিয়ে অশ্লীল মন্তব্য করে। পরে শ্লীলতাহানি করে। ঘটনা তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু, কেউ এগিয়ে আসেনি। অবশেষে বাসের জানালা থেকে ঝাঁপ দেন ওই শিক্ষিকা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup