বাংলা নিউজ > ঘরে বাইরে > Shoutout in Greater Noida: সম্পর্কে ফাটল, সহপাঠী বান্ধবীকে গুলি করে আত্মঘাতী ছাত্র

Shoutout in Greater Noida: সম্পর্কে ফাটল, সহপাঠী বান্ধবীকে গুলি করে আত্মঘাতী ছাত্র

ছাত্রীকে গুলি করে খুন। প্রতীকী ছবি

ওই যুবক উত্তর প্রদেশের আমরোহা জেলার বাসিন্দা এবং ওই তরুণী কানপুরের চৌরাসিয়ার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাইনিং হলের কাছে অনুজ ও নেহাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল এবং এমনকি একে অপরকে জড়িয়েও ধরেছিল। সেই সময় অনুজ পিস্তল বের করে নেহাকে গুলি করে।

বান্ধবীকে গুলি করে হত্যা করে আত্মঘাতী হল এক ছাত্র। তাঁরা দুজনেই একই কলেজের একই ক্লাসের ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডার শিব নাদার বিশ্ববিদ্যালয়ে। মৃত ছাত্রের নাম অনুজ এবং ছাত্রীর নাম নেহা। দুজনেই সমাজবিজ্ঞানে স্নাতকের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। জানা গিয়েছে, ওই ছাত্র বিশ্ব বিদ্যালয়ের ডাইনিং হলে নেহাকে গুলি করে। পরে হস্টেলে ফিরে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন।

পুলিশ সূত্রের খবর, ওই যুবক উত্তর প্রদেশের আমরোহা জেলার বাসিন্দা এবং ওই তরুণী কানপুরের চৌরাসিয়ার বাসিন্দা।প্রত্যক্ষদর্শীদের মতে, ডাইনিং হলের কাছে অনুজ ও নেহাকে একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁরা দুজনে একে অপরের সঙ্গে কথা বলছিল এবং এমনকি একে অপরকে জড়িয়েও ধরেছিল। সেই সময় অনুজ পিস্তল বের করে নেহাকে গুলি করে। এরপর তিনি সঙ্গে সঙ্গে তার হস্টেলের ঘরে ঢুকে নিজেকে গুলি করেন। সঙ্গে সঙ্গে নেহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, অনুজ ও নেহা অনেকদিন ধরেই ভালো বন্ধু ছিলেন। কিন্তু, বেশ কিছুদিন ধরে সম্পর্কে চির ধরেছিল। পুলিশের ডেপুটি কমিশনার সাদ মিয়া খান জানান, ‘শিব নাদার বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনুজ তাঁর সহপাঠীকে গুলি করে হত্যা করেছে। ছাত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় তদন্ত চলছে।’ তিনি আরও জানান, ডাইনিং হলের ভিতর থেকে একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। ৪৪ সেকেন্ডের সেই ফুটেজে দেখা গিয়েছে, মেয়েটি মেঝেতে লুটিয়ে পড়ার পরেও গুলি চালান ওই যুবক। একটি পিস্তল দিয়ে তরুণীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছিলেন ওই যুবক।

শিব নাদার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান, ‘বিশ্ববিদ্যালয়ের দু'জন শিক্ষার্থীর দুর্ভাগ্যজনক প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বিষয়টি বর্তমানে পুলিশ তদন্ত করছে এবং আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। আমাদের কর্তব্য হল আমাদের ছাত্র, কর্মচারী এবং সমগ্র সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান করা। আমরা পুলিশকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। নিহতদের পরিবারকে আমাদের গভীর ও আন্তরিক সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে থাকব।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র ঘটনার আগে তাঁর কয়েকজন সহপাঠীকে একটি ভিডিয়ো মেইল ​​করেছিল। ওই ভিডিয়োতে ছাত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কিছু কথা শেয়ার করেছিল ছাত্রটি। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন