ক্যানসার আক্রান্ত হয়েও ৮১.৬ শতাংশ মার্কস নিয়ে এসএসসি পাশ করেছিলেন মহারাষ্ট্রের থানের দিব্যা পাভেল। জীবনযুদ্ধে অবশ্য শেষ পর্যন্ত হেরে গেলেন দিব্যা। সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী অসুস্থতার জেরে মারা গেলেন। বিরল ‘টি সেল লিমফোমা ক্যানসার’-এর চিকিৎসা চলছিল তাঁর। সোমবার সকালে তিনি মারা যান।
জানা গিয়েছে, গত বছরের এপ্রিলে দিব্যার ক্যান্সার ধরা পড়ে। এর জেরে ১৪টি রক্ত ট্রান্সফিউশন, ১৫টি শ্বেত রক্তকণিকা ট্রান্সফিউশন এবং ৫টি কেমোথেরাপি প্রয়োজন ছিল তাঁর। সরস্বতী মাধ্যমিক বিদ্যালয়ের ট্রাস্টি সুরেন্দ্র দিঘে দিব্যা প্রসঙ্গে বলেন, ‘তিনি সুখী ছিলেন। তাঁর অসুস্থতার পরেও তাঁকে হাসতে দেখতাম আমরা। তবে পথে অনেক বাধার মুখোমুখি হয়েছিলেন। তিনি গত কয়েক দিন ধরেই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।’
জানুয়ারির শেষের দিকেই তাঁর সমস্ত চিকিৎসা সম্পন্ন হয়েছিল। তবে তারপরও তিনি পুরো শিক্ষাবর্ষে স্কুলে যেতে পারেননি। দিব্যার বাবা একনাথ পাভেল বলেন, ‘পরীক্ষার মাত্র কয়েকদিন আগে সে পড়াশোনা শুরু করে এবং তার শিক্ষকরা তাকে অনেক সাহায্য করেছিলেন। সে পরীক্ষায় ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল। কারণ টাইম টেবিলে বেশিরভাগ বিষয়ের পরীক্ষার মাঝে দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল। সে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছিল। দিব্যা পরীক্ষার প্রথম কয়েকদিন উপস্থিত হতে পেরেছিল কিন্তু পরের দিকে সে হার্পিসে আক্রান্ত হয়ে গিয়েছিল। তবে সেই অবস্থাতেও সে তার শেষ তিনটি পরীক্ষা দিয়েছিল।’