এবারের মরশুমে দুর্দান্তভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হল আইআইটি-বম্বের ক্যাম্পাসে। ক্য়াম্পাসিং বা প্লেসমেন্ট সিজনের প্রথম দিনেই কার্যত 'দামি দামি চাকরির ডালা সাজিয়ে' ক্যাম্পাসে পৌঁছে গেল ৪৫টিরও বেশি নামজাদা সংস্থা! এবং তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী পড়ুয়াদের যেসমস্ত চাকরির প্রস্তাব দিল, তার বেতন শুনলে যে কোনও চোখ ছানাবড়া হয়ে যাবে!
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এবারের ক্যাম্পাসিং সিজনের প্রথম দিনেই 'দা ভিঞ্চি ডেরিভেটিভস'-এর মতো সংস্থা মনোনীত চাকরিপ্রার্থীদের তাদের অ্যামস্টারড্যামের অফিসে গিয়ে কাজে যোগ দেওয়ার জন্য ২ কোটি ২০ লক্ষ টাকার প্যাকেজ অফার করেছে!
প্রথম দিনের ক্যাম্পাসিংয়ে আরও যেসমস্ত নামী দামি সংস্থা চাকরির প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল, তাদের মধ্যে অন্যতম - ফ্লিপকার্ট, অ্যাপল, গুগল প্রভৃতি।
এদিন সারা দিন ধরে দফায় দফায় পড়ুয়াদের ইন্টারভিউ নেওয়া হয়। এবং সবথেকে সেরা ছাত্র বা ছাত্রীটিকে যাতে তাদের সংস্থাতেই নিয়োগ করানো যায়, তার জন্য সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থাগুলির মধ্যে রীতিমতো প্রতিযোগিতা হতে দেখা যায়! সেই কারণেই, চাকরিতে যোগ দেওয়ার আগেই তরুণ এই চাকরিপ্রার্থীদের বিপুল পরিমাণ আর্থিক অঙ্কের বেতনের প্রস্তাব দেওয়া হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে, আইআইটি বম্বে থেকে অন্তত তিনজন পড়ুয়াকে দা ভিঞ্চি কর্তৃপক্ষ নিয়োগ করেছে। অন্তত সংশ্লিষ্ট সূত্র মারফত এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু, শেষমেশ কতজন সেখানে চাকরি পেয়েছেন, সেই বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানা যায়নি।
শুধু তাই নয়। সূত্রের দাবি সত্যি হলে, দা ভিঞ্চির মুম্বইয়ে যে অফিস রয়েছে, সেখানেও কয়েকজন পড়ুয়াকে চাকরি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু, সেই চাকরি প্রাপকদের সংখ্যাটা ঠিক কত, সেটা পরিষ্কার নয়। এটাও বোঝা যাচ্ছে না যে, আদতে কতজন দা ভিঞ্চির অ্যামস্টারড্যামের অফিসে কাজে যোগ দিতে চলেছেন।
আরও শোনা যাচ্ছে, জেন স্ট্রিটের তরফে বেশ কিছু পড়ুয়াকে প্রি-প্লেসমেন্ট অফার দেওয়া হয়েছে। যেখানে তাদের বার্ষিক বেতন হতে চলেছে ৩ কোটি ৭০ লক্ষ টাকা!
চাকরিদাতাদের মধ্যে নজর কেড়েছে আইএমসি ট্রেডিং-ও। তারা তাদের মুম্বইয়ের অফিসের জন্য ১ কোটি টাকার প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। শোনা যাচ্ছে, তারা ইতিমধ্যেই ১০ জন পড়ুয়াকে প্রাথমিকভাবে বাছাই করেছে।
এছাড়াও, একাধিক এমন ট্রেডিং কোম্পানি রয়েছে, যারা ভারতের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের চাকরি অফার করেছে। তার জন্য তাঁদের বার্ষিক বেতন দেওয়া হবে ৯০ লক্ষ টাকার বেশি।