বিহারের শিক্ষা দফতর সোমবার ঘোষণা করেছে যে নিপুন ভারত মিশনের আওতায় তারা ছাত্রছাত্রীদের যে সহায়তা দিত সেটা আরও বৃদ্ধি করা হচ্ছে। অর্থাৎ এতদিন ধরে এই প্রকল্পের আওতায় কেবলমাত্র প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ ব্যবস্থা করা হত। এবার থেকে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে। এই প্রকল্পের আওতায় ছাত্রছাত্রীদের একাধিক কিট সরবরাহ করা হয়। সেই কিট এবার বৃদ্ধি করা হচ্ছে।
একটি নির্দেশিকায় বলা হয়েছে, সরকার সব মিলিয়ে ৪৯৮ টাকা ৭৫ পয়সা করে বরাদ্দ করেছে এই ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি ও লার্নিং এনহান্সমেন্ট প্রোগ্রামের জন্য। এই ধরনের কিট পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের আধার নম্বর সাবমিট করতে হবে ই-শিক্ষা ওয়েবসাইটে। এই নয়া উদ্যোগ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে।
বিহারের শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ব্লক অফিসে এই নতুন কিটের নমুনা সরবরাহ করা হয়েছে। একটি টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। 14417/18003454417 এই নম্বরটি দেওয়া হয়েছে। যদিএই কিট সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রী বা অভিভাবকদের কোনও সমস্যা হয় তবে তারা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন।
এই নয়া নির্দেশিকা দিয়েছেন এসিএস এস সিদ্ধার্থ। এই নয়া গাইডলাইনে দ্বাদশ শ্রেণির পর্যন্ত সমস্ত পড়ুয়াকে এই কিটস সরবরাহ করা হবে। সূত্রের খবর, শিক্ষা দফতরের অতিরিক্ত সচিব কে কে পাঠককে সরিয়ে দেওয়ার পর থেকেই বিহারের শিক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কারমূলক কাজ করা হচ্ছে।
এদিকে বিহারে স্কুলের ছুটির যে তালিকা তাতেও কিছু রদবদল করা হয়েছে। এর আগে বিহারে স্কুলের ছুটির সংখ্য়া আচমকা কমিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই এনিয়ে নানা মহল থেকে প্রতিবাদ হতে থাকে। তারপরই এই সিদ্ধান্ত।
কারা এই নিপুন ভারত স্কুল কিট পাওয়ার যোগ্য?
ই- শিক্ষা কোষ পোর্টালে যারা তাদের আধার নম্বর দেবেন তারাই কেবলমাত্র এই কিটস পাবেন। এই কিট নিয়ে কোথাও কোনও সমস্যা থাকলে ফোন করে রিপোর্ট জানানো যেতে পারে। সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। এগুলি মূলত স্টাডি কিটস। পড়াশোনা সম্পর্কিত নানা বিষয় এই কিটসের মধ্য়ে থাকবে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা এজন্য নির্দিষ্ট পোর্টালে গিয়ে নাম, আধার নম্বর সংযুক্ত করতে হবে। তারপরই এই কিটস মিলবে।