২০২২ সালের নভেম্বরে, সুপ্রিম কোর্ট এই 'কর্মী পেনশন(সংশোধনী) ২০১৪ স্কিম' বহাল রাখার পক্ষে সায় দেয়। আবেদনের সময়সীমা ৬০ দিন বাড়িয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন।
1/5উচ্চতর পেনশনের অপশন বেছে নেওয়ার জন্য আগামী ৩ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করল কর্মীদের ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO)। গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্ট এর জন্য ৪ মাসের সময় দিয়েছিল। তবে তা আরও একটু বাড়ানো হল। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
2/5২২ অগস্ট ২০১৪-র EPS সংশোধনীর অধীনে পেনশনযোগ্য বেতনের উর্ধ্বসীমা মাসে ৬,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫,০০০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে এর মাধ্যমে নিয়োগকারীদের সঙ্গে বিনিয়োগকারীরা তাঁদের প্রকৃত বেতনের (উর্ধ্বসীমা অতিক্রম করলে) ৮.৩৩ শতাংশ EPS-এ বিনিয়োগ করতে পারেন। ফাইল ছবি: মিন্ট (MINT_PRINT)
3/5২০২২ সালের নভেম্বরে, সুপ্রিম কোর্ট এই 'কর্মী পেনশন(সংশোধনী) ২০১৪ স্কিম' বহাল রাখার পক্ষে সায় দেয়। আবেদনের সময়সীমা ৬০ দিন বাড়িয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ছবি: ইপিএফও (MINT_PRINT)
4/5কর্মী ভবিষ্যত তহবিল সংস্থা (EPFO) সংস্থা জানিয়েছে, ফিল্ড অফিসের থেকে প্রেরিত 'জয়েন্ট অপশন ফর্ম' গ্রহণ করার জন্য তারা প্রস্তুত। EPFO জানিয়েছে যে 'এর জন্য শীঘ্রই একটি URL (ওয়েবসাইট/ওয়েব পেজ) শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। একবার সেটি হয়ে গেলে, আঞ্চলিক PF কমিশনার বৃহত্তর জনসাধারণের তথ্যের জন্য নোটিশ বোর্ড এবং ব্যানারগুলিতে যথাযত নোটিশ প্রদান করবেন।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (MINT_PRINT)
5/5নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি আবেদন এখন থেকে রেজিস্টার করা হবে, ডিজিটালি নথিভুক্ত করা হবে এবং আবেদনকারীকে আবেদনের রসিদ নম্বরও দিতে হবে। ফাইল ছবি : মিন্ট (MINT_PRINT)