বাংলা নিউজ > ঘরে বাইরে > মেয়েদের চাকরি দেবেন না কেন? সরাসরি JRD টাটাকে চিঠি দিয়েছিলেন সুধা মূর্তি

মেয়েদের চাকরি দেবেন না কেন? সরাসরি JRD টাটাকে চিঠি দিয়েছিলেন সুধা মূর্তি

  ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)

সুধা মূর্তি তাঁর পড়ুয়া বয়সের একটি কাহিনী শেয়ার করেন। তিনি জানান, তাঁর ইনস্টিটিউটে একটি চাকরির সুযোগের সম্পর্কে নোটিশ এসেছিল। তাতে বলা হয়েছিল, 'মহিলা পড়ুয়াদের আবেদন করার প্রয়োজন নেই।' এর প্রেক্ষিতে তিনি জেআরডি টাটাকে একটি চিঠি লিখেছিলেন। কী চিঠি?

দ্য কপিল শর্মা শো-এর এক সাম্প্রতিক পর্বে যোগ দিয়েছিলেন শিক্ষাবিদ, উদ্যোক্তা এবং ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুধা মূর্তি। অনুষ্ঠানে নিজের জীবনের নানা অজানা উপাখ্যান শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শোয়ের বিভিন্ন ক্লিপিংস বেশ ভাইরাল হয়েছে। এই একই পর্বে চলচ্চিত্র প্রযোজক এবং অস্কার বিজয়ী গুনীত মঙ্গা এবং অভিনেতী-পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রবীনা ট্যান্ডনও হাজির ছিলেন। আরও পড়ুন: Sudha Murthy: বিতর্ক এড়াবেন কীভাবে? স্বামী নারায়ণ মূর্তি, জামাই ঋষিকে পরামর্শ পদ্মভূষণ সুধার

এই পর্বেই সুধা মূর্তি তাঁর পড়ুয়া বয়সের একটি কাহিনী শেয়ার করেন। তিনি জানান, তাঁর ইনস্টিটিউটে একটি চাকরির সুযোগের সম্পর্কে নোটিশ এসেছিল। তাতে বলা হয়েছিল, 'মহিলা পড়ুয়াদের আবেদন করার প্রয়োজন নেই।' এর প্রেক্ষিতে তিনি জেআরডি টাটাকে একটি চিঠি লিখেছিলেন। কী চিঠি?

'১৯৭৪ সালে আমি টাটা ইনস্টিটিউট, ব্যাঙ্গালোরে এমটেক (মাস্টার অফ টেকনোলজি) করছিলাম। ক্লাসে সব ছেলে। আমিই একমাত্র মেয়ে ছিলাম। এর আগে B.E করেছি(ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং)। আমি তখন আমেরিকায় পিএইচডি করার জন্যও স্কলারশিপ পেয়েছিলাম। একদিন আমি হোস্টেলে ফিরছিলাম। সেই সময়ে নোটিশ বোর্ডে দেখলাম, TELCO, পুনেতে তরুণ, উজ্জ্বল ইঞ্জিনিয়ারদের ভাল বেতনের চাকরির জন্য আমন্ত্রণ জানাচ্ছে। কিন্তু শেষে উল্লেখ করা, ছাত্রীদের আবেদন করার দরকার নেই। মনে হল যেন, সিগারেটের প্যাকেটে ছোট ছোট হরফে লেখা ‘সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। এটা দেখে সত্যিই আমার খুব রাগ হয়েছিল। আমার তখন তেইশ বছর বয়স। সেই বয়সে রাগও বেশি বেশি হয়।

'এটা দেখেই আমি হোস্টেলে ফিরে গেলাম। একটা পোস্টকার্ড নিলাম। সরাসরি জেআরডি টাটা স্যারকে চিঠি লিখলাম। প্রতি বছর ১৫ই মার্চ টাটার জন্মদিন উদযাপন করতে তিনি আমাদের প্রতিষ্ঠানে আসতেন। অনেক দূর থেকে তাঁকে দেখতাম। আমি মধ্যবিত্ত পরিবারের একজন ছাত্রী ছিলাম। এত বড় মানুষের কাছে গিয়ে দেখা করার সাহস আমার ছিল না। তিনি খুব সুদর্শন ছিলেন। ঠিক যেন এক গ্রিক দেবতার মতো দেখতে ছিলেন,' বলেন ৭২ বছর বয়সী সুধা মূর্তি।

তিনি বলেন, 'চিঠিতে আমি লিখেছিলাম, জেআরডি টাটা স্যার, যেই সময়ে দেশ স্বাধীন হয়নি, সেই তখন থেকেই আপনার সংস্থা রাসায়নিক, লোকোমোটিভ, লোহা এবং ইস্পাত শিল্প নিয়ে এগোতে শুরু করেছিল। আপনি সর্বদাই সময়ের চেয়ে এগিয়ে থাকেন। আমাদের সমাজে ৫০-৫০% নারী-পুরুষ আছেন। নারীদের সুযোগ না দেওয়ার অর্থ হল, দেশের উন্নতি হবে না। মহিলারা যদি শিক্ষা এবং চাকরির সুযোগ না পান, তাহলে একটি সমাজ বা একটি দেশ কখনই উন্নত হবে না। এটি আপনার কোম্পানির একটি ভুল সিদ্ধান্ত।'

তিনি জানান, তাঁর এই চিঠির পরপরই টেলকোর নোটিশ বদলে ফেলা হয়। মহিলাদের জন্যও আবেদনের সুযোগ করে দেওয়া হয়। আরও পড়ুন: Sudha Murthy: ‘আমার মেয়ে তাঁর স্বামীকে প্রধানমন্ত্রী করেছেন’, বক্তব্য ঋষি সুনাকের শাশুড়ি সুধা মূর্তির

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

পরবর্তী খবর

Latest News

আদালতে পত্রপাঠ জামিন পেলেন রূপা, ফের মুখ পুড়ল কলকাতা পুলিশের বহুদিন পর মেয়েকে কাছে পেয়ে আবেগপ্রবণ মহম্মদ শামি কর্মবিরতি থেকে সরে আসছেন জুনিয়ররা? আন্দোলন কোন পথে? সিনিয়রদের সঙ্গে বৈঠক প্রথম শ্রেণিতে টানা তৃতীয় শতরান! ভারতীয় দলে বাংলার ব্যাটারের জায়গা কি পাকা? মধ্যমগ্রামে অটোচালকের কলার ধরলেন তৃণমূল কাউন্সিলর, বিজেপি বলছে বখরা নিয়ে বিবাদ অক্টোবরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগে মায়ের আগমন, ৪ রাশি পুরো মাস ভাসবে টাকার জোয়ারে বড়লোক হতে পারবেন সহজে! দুর্গা পুজোয় পানপাতা দিয়ে করতে পারেন এই টোটকা নিশিকান্ত দুবের সংসদীয় প্যানেল থেকে মহুয়াকে সরান, ওম বিড়লাকে আবেদন তৃণমূলের বন্যাত্রাণে ঋণ দিয়েছিল বিশ্বব্যাঙ্ক, ভুলভাল খরচ করেছে পাকিস্তান, অবাক আমেরিকা! ‘ও আমার কাছে মেয়ের মতো, কিংবা তার থেকেও বেশি’, কার কথা বললেন রুক্মিণী?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.