এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও হদিস মেলেনি মার্কিননিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী সুদীক্ষা কোনাঙ্কির। কোথায় সুদীক্ষা, কী ভাবে নিখোঁজ হয়ে গেলেন? তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই নানা দাবি ঘুরছে। ছাত্রীর রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডমিনিকান পুলিশ এবং মার্কিন গোয়েন্দারা। জানা গেছে, এবার সমুদ্র সৈকতের কাছে সুদীক্ষা কোনাঙ্কির পোশাক ও ফ্লিপ-ফ্লপ উদ্ধার হয়েছে। (আরও পড়ুন: ট্রাম্পের তাড়ায় নিজের বিড়ালকে পর্যন্ত ফেলে দিয়ে আমেরিকা ছাড়েন ভারতীয় ছাত্রী!)
আরও পড়ুন -'প্রতিযোগিতামূলক' দুনিয়ায় ছেলেদের ভবিষ্যৎ 'অন্ধকার', ২ খুদেকে 'খুন' করে আত্মঘাতী বাবা
সূত্রের খবর, সাদা নেটের সারং এবং বেইজ রঙের একজোড়া ফ্লিপ-ফ্লপ জুতো একটি লাউঞ্জ চেয়ারের উপরে মোড়ানো অবস্থায় পেয়েছেন তদন্তকারীরা। যা নিখোঁজ ছাত্রীর তদন্তে নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে।জানা গেছে, নিখোঁজ হওয়ার রাতে সুদীক্ষাকে সিসিটিভি ফুটেজে যে পোশাকটি পরে থাকতে দেখা গিয়েছিল, তার সঙ্গে সমুদ্র সৈকতে উদ্ধার হওয়া পোশাকটির মিল রয়েছে। তদন্তকারীরা মনে করছেন, ভারতীয় বংশোদ্ভূত ওই ছাত্রী তার পোশাক লাউঞ্জ চেয়ারে রেখেছিলেন এবং তারপর বাদামি রংয়ের বিকিনি পরে সমুদ্রে নামেন।উত্তাল ঢেউ সামলাতে না পেরে সমুদ্রে ডুবে যান।তবে অপহরণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। (আরও পড়ুন: রহস্যজনক হত্যাকারীর হাতে খুন হাফিজ সইদের ভাইপো, আসলে কে এই আবু কাতাল?)
পুলিশ জানিয়েছে, ওই দ্বীপে জোশুয়া রিবে নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর। শেষ ভিডিওতে রিবের সঙ্গে দেখা গিয়েছে সুদীক্ষাকে। কয়েক ঘণ্টা পর রিবে একা ফিরে আসেন। তাই রিবেকে ২৪ ঘন্টা নজরদারিতে রাখা হয়েছে।সূত্রের খবর, পাবলিক প্রসিকিউটর অফিসের একজন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। কারণ রিবে অনেক প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন।এদিকে রিবের বাবা-মা এক বিবৃতিতে বলেছেন, 'সহযোগিতা করলেও, তাদের ছেলেকে আটক করা হয়েছে। এমনকি বুধবার আইনি পরামর্শদাতার উপস্থিতি ছাড়াই বহুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।' ভার্জিনিয়ায় লাউডাউন কাউন্টি শেরিফের অফিসও জানিয়েছে, রিবে সন্দেহভাজন নন।
আরও পড়ুন: মার্কিন কূটনীতিককে 'দুর্বল স্থানে আঘাত' বিদ্রোহী বাংলাদেশি দূতের,সামনে USAID যোগ
কয়েক জন বন্ধুর সঙ্গে ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়েছিলেন সুদীক্ষা। বছর কুড়ির এই তরুণী পিটসবার্গ বিশ্বিদ্যালয়ের ছাত্রী। গত ৩ মার্চ সুদীক্ষা এবং আরও পাঁচ ছাত্রী ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা পুন্টা কানা সমুদ্রসৈকতের কাছে রিউ রিপাবলিকা নামে একটি হোটেলে উঠেছিলেন। ৬ মার্চ রাতে তাঁকে হোটেলের বাইরে সমুদ্র সৈকতের কাছে শেষ বার দেখা গিয়েছিল। তারপর থেকে নিখোঁজ সুদীক্ষা। তাঁর পরিবার জানিয়েছে, সুদীক্ষা সব সময় নিজের কাছে ফোন রাখতেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন বন্ধুদের কাছে ফোন এবং টাকার ব্যাগ রেখে যান। ড্রোন, হেলিকপ্টার নামিয়ে দ্বীপের পূর্ব উপকূলে তল্লাশি জোরালো করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।ইতিমধ্যে সুদীক্ষার খোঁজে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল হলুদ নোটিস জারি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তদন্তে নেমেছে। তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে ডমিনিকান রিপাবলিকের পুলিশ।