বাংলা নিউজ > ঘরে বাইরে > Suicide attack in Indonesia: আত্মঘাতী বোমা বিস্ফোরণে ইন্দোনেশিয়ায় মৃত জঙ্গির বিশেষ 'নোট' উদ্ধার! কী নিয়ে ছিল ক্ষোভ?

Suicide attack in Indonesia: আত্মঘাতী বোমা বিস্ফোরণে ইন্দোনেশিয়ায় মৃত জঙ্গির বিশেষ 'নোট' উদ্ধার! কী নিয়ে ছিল ক্ষোভ?

ইন্দোনেশিয়ায় আত্মঘাতী বোমা হামলা (AP Photo/Kholid Parmawinata) (AP)

ওই সন্দেহভাজন জঙ্গি ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর ‘জামা আনশারুত দৌল্লা’ভূক্ত। ইন্দোনেশিয়ার পুলিশ এর আগেও তাকে সন্ত্রাসবাদ ইস্যুতে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সন্দেহভাজন জঙ্গির নাম আগুস সুজাতনো। ২০২১ সালে সে জেল থেকে মুক্তি পায়। পুলিশ জানিয়েছে, ওই জঙ্গির থেকে নোট উদ্ধার হয়েছে ইন্দোনেশিয়ার ক্রিমিনাল কোড আইনকে সমালোচনা করে।

ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ১ জন। আহত হয়েছেন ১০ জন। জানা গিয়েছে বানদুং পুলিশ স্টেশনে হামলার চালানোর উদ্দেশেই ওই আত্মঘাতী হামলা করে সন্দেহভাজন জঙ্গি। তাকে ইসলামিক গ্রুপের সদস্য বলেও মনে করা হচ্ছে। প্রসঙ্গত, হামলার পর উদ্ধার হয়েছে একটি নোট। আর তাতে উল্লেখ রয়েছে ইন্দোনেশিয়ার ক্রিমিনাল কোডের কথা।

মনে করা হচ্ছে, ওই সন্দেহভাজন জঙ্গি ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর ‘জামা আনশারুত দৌল্লা’ভূক্ত। ইন্দোনেশিয়ার পুলিশ এর আগেও তাকে সন্ত্রাসবাদ ইস্যুতে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। সন্দেহভাজন জঙ্গির নাম আগুস সুজাতনো। ২০২১ সালে সে জেল থেকে মুক্তি পায়। পুলিশ জানিয়েছে, ওই জঙ্গির থেকে নোট উদ্ধার হয়েছে ইন্দোনেশিয়ার ক্রিমিনাল কোড আইনকে সমালোচনা করে। সেই আইনের প্রতিবাদ সম্পর্কিত বহু নথি উদ্ধার হয়েছে। এদিকে, ঘটনাস্থল থেকে একটি নীল মোটরবাইকও উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে ওই মোটরবাইক ওই ব্যক্তিরই। পুলিশের ধারণা ইন্দোনেশিয়ার আইনের সঙ্গে কট্টরলইসলামপন্থী ওই ব্যক্তির আদর্শগত কিছু ফারাকের জেরেই এই হামলার ঘটনা ঘটে গিয়েছে।  

এদিকে পুলিশ স্টেশনে যখন হামলা হয়, তার আগে একাধিক ঠিক কী ঘটেছিল ও ঘটনার সময়ের বিবরণ উঠে এসেছে এক ব্যক্তির বক্তব্য থেকে। প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তি জানিয়েছেন, আচমকা তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। তখনই তাকিয়ে  দেখেন অগ্নিস্ফুলিঙ্গ। আর তাতে দাউদাউ করে জ্বলছেন একজন। দূরে আহত অবস্থায় পড়ে রয়েছেন আরেকজন। উল্লেখ্য, ইসলামিক স্টেট জঙ্গিরা গত কয়েক বছরে বহু ইসলাম সংখ্যাগরিষ্ঠ দেশে চালিয়েছে হামলা। এরপরই আসে ইন্দোনেশিয়ার এই ঘটনা।

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন