২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন প্রস্তুতিতে কোমর বেঁধে নেমে পড়েছে রাজ্যের প্রায় সমস্ত রাজনৈতিক দল। ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বৈঠকে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন। এছাড়া, বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বেছে বেছে হিন্দুদের নাম বাংলার ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলে সুকান্ত অভিযোগ জানিয়েছেন শাহকে। সোমবার সংসদে অমিত শাহের দফতর তাঁর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন: মার্চে বঙ্গে আসছেন না অমিত শাহ, নতুন করে সফরসূচি স্থির করবে দল, দাবি সূত্রের
উল্লেখ্য, বিজেপির অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা এবং নদিয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। দলের আরও অভিযোগ, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাঁদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিজেপির দাবি, এই উদ্বাস্তুদের বৈধতা দেওয়ার জন্য ২০১৯ সালের সিএএ পাশ হয়েছিল। পরে তা দেশজুড়ে লাগু হয়। তা সত্ত্বে ও তাঁদের বাংলাদেশ থেকে আসার অজুহাতে ভোটার তালিকা থেকে বেআইনি বলে বাদ দেওয়া হচ্ছে। যদিও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে শাহের সঙ্গে কী কথা সুকান্তর, সেবিষয়ে কিছু জানা যায়নি।
এদিকে, সোমবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে সুকান্তের নেতৃত্বে দিল্লিতেও এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা হবে। পরে জানা যায় সেবিষয়ে দিল্লিতে অমিত শাহের সঙ্গে আলোচনা করেছেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৩টের পর শাহের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দেখা করেন। ১৫ মিনিট ধরে তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। এদিন অল্প সময়ের বৈঠকে বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে কোনওভাবেই বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য অমিত শাহের কাছে সুকান্ত আর্জি জানিয়েছেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রে আরও জানা গিয়েছে, এবিষয়ে প্রয়োজনে বিজেপি সাংসদেরা সুকান্তের নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন।