বাংলা নিউজ > ঘরে বাইরে > Sukanta Majumdar Profile: দলকে টেনে তুলতে ফেল করেছেন সুকান্ত? একসময়ের RSS, বালুরঘাটের 'স্যার' এবার কেন্দ্রীয় মন্ত্রী

Sukanta Majumdar Profile: দলকে টেনে তুলতে ফেল করেছেন সুকান্ত? একসময়ের RSS, বালুরঘাটের 'স্যার' এবার কেন্দ্রীয় মন্ত্রী

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (ANI Photo) (Saikat Paul)

দীর্ঘদিন ধরেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। বালুরঘাট আসন থেকে সেবার জয়ী হয়েছিলেন তিনি। কঠিন লড়াইতে উতরে যান তিনি। দলের নজর কাড়েন

এখনও তিনি দলের রাজ্য সভাপতি। এবার তিনিই হবেন মোদী মন্ত্রিসভার সদস্য। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসাবে জায়গা পাচ্ছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। এবার সুকান্ত মজুমদার সম্পর্কে কিছু অজানা কথা জেনে নিন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে। 

দীর্ঘদিন ধরেই তিনি আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। বালুরঘাট আসন থেকে সেবার জয়ী হয়েছিলেন তিনি। কঠিন লড়াইতে উতরে যান তিনি। দলের নজর কাড়েন তিনি। তরুণ অধ্য়াপকের উপর আস্থা রাখে দল।  এরপর ২০২১ সাল। তখন তবে ৪১ বছর বয়সি সুকান্ত মজুমদার। সেই সময় তিনি বিজেপির রাজ্য সভাপতির সভাপতির দায়িত্ব পান। 

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন বোটানি নিয়ে। পরে অধ্য়াপনা শুরু করেন। তবে বালুরঘাট আসন থেকে জয়ী হওয়ার পরে তিনি প্রচারের আলোতে চলে আসেন। এবারের লড়াইটা ছিল বেশ কঠিন। কিন্তু কোনওরকমে সেই লড়াইতে জয় পেয়েছেন তিনি। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পাবেন এটা ঠিক কথাই। কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব চলে যেতে পারে তাঁর হাত থেকে। কারণ বিজেপিতে সাধারণত এক পদে এক ব্যক্তি এই ফর্মুলা মেনে চলা হয়। তবে এখানে আরও একটি প্রশ্ন রয়েছে। ২০২৪ সালে বিরাট প্রত্যাশা জাগিয়ে তুলেছিলেন সুকান্ত। কিন্তু ফলাফল বের হওয়ার পরে দেখা যাচ্ছে বিজেপির ফলাফল এক ধাক্কায় নেমে এসেছে অনেকটা নীচে। এক্ষেত্রে রাজ্য সভাপতির দায়িত্ব থেকেই যায়। সেক্ষেত্রে রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত কতটা সফল সেই প্রশ্নও উঠছে। 

২০১৯ সালে বিজেপির দখলে গিয়েছিল ১৮টি আসন। সেবার দলের রাজ্য সভাপতির চেয়ারে ছিলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে নানা ভাবে বিদ্ধ করতেন তিনি। তাঁর রাজনীতির ঘরানা নিয়ে সেই সময় নানা প্রশ্ন উঠেছিল। কিন্তু ১৮টি সংসদ আসন জিতে দিলীপ কার্যত চাপে ফেলে দিয়েছিল তৃণমূলকে। 

সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বর্তমানে দিলীপ ঘোষের সঙ্গে সুকান্তর নানা তুলনা টানা হচ্ছে। সুকান্ত তুলনায় অনেকটাই পরিশীলিত। কিন্তু তারপরেও তিনি কেন দলকে এগিয়ে দিতে পারলেন না সেই প্রশ্ন উঠছে। এদিকে এর আগে সুকান্ত দলের অন্দরে নানা রদবদল করেছিলেন। কিন্তু তারপরেও কতটা সফল হয়েছেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠছিল। 

তবে সুকান্ত জানিয়েছেন, কেউই চিরদিনের জন্য পদ পেতে পারেন না। বিজেপির সৈনিক হিসাবে দল যে দায়িত্ব দেবে সেই কাজ আমি চালিয়ে যাব। 

পরবর্তী খবর

Latest News

ইস্তফা দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছি, এই কুচক্র-রাজের বিহিত করতেই হবে ‘বাম জমানায় মালখানা থেকে অস্ত্র তুলে দিতেন’ মনোজের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন হাসপাতাল চত্বরেই মহিলা পুলিশকর্মীদের কটুক্তি, গ্রেফতার ২ ঠিকা কর্মী পিতৃপক্ষর এই সময় ৫ রাশিকে হতে হবে সাবধান! প্রভাবিত হবে কর্মজীবন ও আর্থিক স্থিতি ভুল ভুলাইয়া ৩-এর ভয়ে কি পিছিয়ে যাবে সিংঘম এগেইনের মুক্তি? দিওয়ালিতে বড় ধামাকা 'বাচ্চার জন্ম দিতে না পারলে সমাজ আপনাকে অসম্পূর্ণ মনে করে..’, শাবানার যন্ত্রণা মানসিক ভারসাম্যহীন ছেলেকে শিকলে বেঁধে রাখল বাবা, ২০ বছর এভাবেই কাটল মালদায়, কেন? জওয়ানে অভিনয় করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার কন্টেন্ট ক্রিয়েটর ভিরাজ! বললেন… পাকিস্তানকে চমকে দিয়ে ভারতের মুখে বাংলাদেশ, ফ্রিতে কবে-কখন-কোথায় দেখবেন ১ম টেস্ট মমতাকে 'নির্লজ্জশ্রী' তকমা অপূর্বর! পুলিশ-TMC-র 'ভয়' কাটাতে কোন 'দাওয়াই' দিলেন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.