উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। রেলের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে উত্তরবঙ্গের একাধিক রেল প্রকল্প নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করলেন বিজেপির বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। মঙ্গলবার তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে উত্তরবঙ্গে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে দাবিদাওয়া পেশ করেন। রেলমন্ত্রীর সঙ্গে তিনি বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন। মন্ত্রী আলোচনার পর রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: 'যেখানে নমাজ পড়বে, সেটাই ওয়াকফ সম্পত্তি', বললেন কল্যাণ, BJP বলল ‘বাংলাদেশের…’
জানা গিয়েছে, এদিন রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের একাধিক জেলার রেলের উন্নয়নের জন্য একগুচ্ছ দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরলেন সুকান্ত। শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গে রেলের উন্নয়ন নিয়েও বিভিন্ন দাবি দাওয়া তিনি তুলে ধরেন, সীমান্তবর্তী এলাকাতেও রেলের উন্নয়নের জন্য দাবি পেশ করেন। সূত্রের খবর, রাজ্যে প্রায় ৫০টির বেশি রেল প্রকল্প আটকে রয়েছে। সে সমস্ত বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন সুকান্ত। পরে তিনি জানান আলোচনা ইতিবাচক হয়েছে।
এ বিষয়ে বালুঘাটের সংসদ সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৬০টি রেল প্রকল্প আটকে রয়েছে জমিজটের কারণে। সে সমস্ত বিষয়ে রেলমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই জট কাটানোর জন্য রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছেন সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, নতুন করে একাধিক রেল প্রকল্প চালু ও নতুন ট্রেনের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে তিনি জানান। তার মধ্যে বালুরঘাট থেকে একাধিক নতুন ট্রেন রয়েছে বলে খবর।
বৈঠক শেষে এদিন সুকান্ত মজুমদার বলেন, ‘রেলমন্ত্রীর সঙ্গে রেলের উন্নয়ন নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেছি। বালুরঘাটে রেলের উন্নয়নের যে কাজগুলি আটকে রয়েছে সেগুলি নিয়ে কথা হয়েছে, বুনিয়াদপুর- কালিয়াগঞ্জ রেল প্রকল্প নিয়ে কথা হয়েছে। তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন ট্রেন চালুর ব্যাপারে কথা হয়েছে। এগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে রেল ব্যবস্থাকে কীভাবে উন্নত করা যায় তা নিয়ে কথা হয়েছে। যেখানে রেলের প্রকল্প আটকে রয়েছে সেগুলি নিয়ে কথা হয়েছে। ভবিষ্যতেও আমরা আলোচনায় বসবো।’ রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে সুকান্ত বলেন, ‘পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ৬০ থেকে ৬১টি প্রকল্প আটকে রয়েছে। আমরা এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাইছি। কারণ উন্নয়নের ক্ষেত্রে রাজনীতি হওয়া উচিত নয়।’