বাংলা নিউজ > ঘরে বাইরে > Sukesh Chandrasekhar: ‘CRPF-এর মারে যৌনাঙ্গে আঘাত, ‘স্ক্রোটাল সাপোর্ট’ পরার পরামর্শ দেওয়া হল সুকেশকে

Sukesh Chandrasekhar: ‘CRPF-এর মারে যৌনাঙ্গে আঘাত, ‘স্ক্রোটাল সাপোর্ট’ পরার পরামর্শ দেওয়া হল সুকেশকে

সুকেশ চন্দ্রশেখর (PTI)

রিপোর্ট অনুযায়ী, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনায় কুমার সাক্সেনাকে লেখা চিঠিতে চন্দ্রশেখরের অভিযোগ করেন, সিআরপিএফ জওয়ানদের হামলায় তাঁর যৌনাঙ্গে গুরুতর আঘাত লেগেছে। সুকেশের দাবি, আম আদমি পার্টির দিল্লি সরকার ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছে। এই কারণেই তাঁকে লাঞ্ছিত করা হয়েছে।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনায় কুমার সাক্সেনাকে আরও এক চিঠি দিলেন জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর। এবার তাঁর অভিযোগ, ম্যান্ডোলা জেলের ভিতরে সিআরপিএফ কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেছিল। তাঁর যৌনাঙ্গে চোট লেগেছে বলেও অভিযোগ করেন সুকেষ। রিপোর্ট অনুযায়ী, চিঠিতে চন্দ্রশেখরের অভিযোগ করেন, সিআরপিএফ জওয়ানদের হামলায় তাঁর যৌনাঙ্গে গুরুতর আঘাত লেগেছে। সুকেশের দাবি, আম আদমি পার্টির দিল্লি সরকার ক্রমাগত তাঁকে হুমকি দিচ্ছে। এই কারণেই তাঁকে লাঞ্ছিত করা হয়েছে। তাঁকে রাজধানীর বাইরের কোনও কারাগারে স্থানান্তর করার আবেদন করেন সুকেশ।

চন্দ্রশেখরকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা এবং গুরু তেগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল বলে জানান জেলবন্দি প্রতারকের আইনজীবী। ব্যথা কমাতে অণ্ডকোষে ‘সাপোর্ট’ পরার পরামর্শ দেওয়া হয়েছিল সুকেশকে। উল্লেখ্য, এর আগে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে লেখা চিঠিতে আম আদমি পার্টি এবং সত্যেন্দ্র জৈনের নামে বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন সুকেশ।

এর আগে সুকেশ চন্দ্রশেখর নিজের চিঠিতে দাবি করেছিলেন, সত্যেন্দ্র জৈনকে ‘প্রোটেকশন মানি’ হিসেবে ১০ কোটি টাকা দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, আম আদমি পার্টিকে মোট ৫০ কোটি টাকা দেওয়ার কথা দাবি করেছিলেন সুকেশ। তাঁর অভিযোগ, দলের তরফে তাঁকে বলা হয়েছিল যে দক্ষিণ ভারতে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। এদিকে দিল্লি পুলিশের কারা বিভাগের ডিরেক্টর জেনারলেকেও ‘ঘুষ’ দিয়েছিলেন বলে চিঠিতে দাবি করেন সুকেশ। সুকেশ লেফটেন্যান্ট গভর্নরকে জানান, সিবিআই-কে এই সব তথ্য তিনি জানিয়েছিলেন। এই আবহে সত্যেন্দ্র জৈন নাকি তাঁকে সেই অভিযোগ প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। তাঁকে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেন সুকেশ।

 

বন্ধ করুন