একদিন আগেই (৪ ডিসেম্বর, ২০২৪) অমৃতসরের স্বর্ণ মন্দিরে তাঁকে 'খুনের চেষ্টা' করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার তাই কড়া নিরাপত্তার ঘেরাটোপে থেকেই নিজের 'শাস্তি' ভোগ করলেন শিরোমণি অকালি দলের প্রাক্তন সভাপতি সুখবীর সিং বাদল।
পিটিআই সূত্রে খবর, এদিন পঞ্জাবের রূপনগর জেলায় তখত কেসগড় সাহিবে 'সেবাদার'-এর ভূমিকা পালন করেন সুখবীর। তাঁকে ঘিরে এদিন নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছিল।
এদিন দেখা যায়, জেড ক্যাটেগরির নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই সেবাদারদের জন্য নির্দিষ্ট নীল পোশাক পরে আনন্দপুর সাহিবের মূল ফটকের বাইরে বসে রয়েছেন পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, সুখবীর সিং বাদল-সহ শিরোমণি অকালি দলের একাধিক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে ধর্মীয় অপরাধে দোষী সাব্যস্ত করেছে শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় অবস্থানে থাকা 'অকাল তখত'।
তাঁদের শাস্তি হিসাবে ধর্মস্থানে সেবা দান করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, শৌচালয় পরিষ্কার, বাসন মাজার মতো 'শাস্তি'। কিন্তু, পা ভেঙে যাওয়ায় সুখবীর সিং বাদল মূলত সেবাদার হিসাবেই শাস্তি ভোগ করছেন।
এই শাস্তি ভোগের পালা শুরু হয়েছিল গত মঙ্গলবার থেকে। কিন্তু, তাল কাটল দ্বিতীয় দিন - বুধবার। অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে সেবাদারের ভূমিকা পালন করছিলেন সুখবীর।
অভিযোগ, সেই সময়েই তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে এক হামলাকারী। সেই ব্যক্তি সুখবীরকে লক্ষ্য করে গুলি ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। কারণ, যে সাদা পোশাকের পুলিশকর্মীরা প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ঘিরে রেখেছিলেন, তাঁরা ততক্ষণে নিজেদের কর্মদক্ষতায় ঝাঁপিয়ে পড়েছেন। ফলত, অল্পের জন্য প্রাণে বেঁচে যান সুখবীর। এই ঘটনায় যে ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে, সে আগে খলিস্তানি জঙ্গি ছিল বলেও দাবি করা হচ্ছে।
ফলত, বৃহস্পতিবার সুখবীর সিং বাদল তখত কেসগড় শাহিতে পৌঁছানোর আগেই রূপনগরের এসএসপি গুলনীত সিং জানান, ওই ধর্মস্থান ও তাঁর আশপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে। পুরো চত্বরে প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা সর্বক্ষণ সবদিকে কড়া নজর রাখছে। প্রসঙ্গত, এদিন বাদল ছাড়াও শিরোমণি অকালি দলের অন্য নেতারাও গুরুদ্বারে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবারের হামলার ঘটনায় নারায়ণ সিং চৌরা নামে যে বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে, ২০০৪ সালে চণ্ডীগড়ের বুরেইল জেল ভাঙার ঘটনায় সে-ই ছিল মূল চক্রী। এবং প্রায় এক ডজন সন্ত্রাসবাদী হামলার ঘটনায় সে ছিল 'মোস্ট ওয়ান্টেড' অভিযুক্ত!