বাংলা নিউজ > ঘরে বাইরে > Wayanad Landslides: পরিবারের ২৬জনকেই কেড়েছে কেরলের ভূমিধস, দেহ আগলে সুলতান! গ্রাউন্ড জিরোতে HT

Wayanad Landslides: পরিবারের ২৬জনকেই কেড়েছে কেরলের ভূমিধস, দেহ আগলে সুলতান! গ্রাউন্ড জিরোতে HT

কেরলে চলছে উদ্ধারকাজ। (ANI Photo) (PRO Defence Jammu X)

সুলতান তার চলাফেরায় একেবারে অন্যরকম হয়ে গিয়েছেন। কিছু যেন সবসময় খুঁজে চলেছেন। প্রিয়জনের দেহ।

বিষ্ণু ভার্মা

ভয়াবহ ধস বিপর্যয়। তারপর কেমন আছে কেরল? খোঁজ নিল হিন্দুস্তান টাইমস। 

বৃহস্পতিবার দুপুরের কিছু পরে, এবং কেরলের মেপ্পাডির সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাসরুম ৭-এ এর ঠিক বাইরে এক ব্যক্তি বসে আছেন যিনি খুব সম্ভবত এই ট্র্যাজেডির মানবিক মূল্যের মূর্ত প্রতীক।

ধুতি ও টি-শার্ট পরা, মাথায় বাদামি শাল, সুলতান এম কে (৪৭) পেশায় একজন দিনমজুর, মুখ মাস্কে ঢাকা। তার মুখের একমাত্র দৃশ্যমান অংশটি তার চোখ - যে চোখগুলি গত দু'দিন ধরে প্রচুর কেঁদেছে। চোখ ফুলে লাল হয়ে গেছে।

কয়েক মিনিট আগে সুলতান উঠে ক্লাসরুমে রাখা ১৬টি মোবাইল ফ্রিজারের একটির দিকে হেঁটে যাচ্ছিলেন, প্রতিবার খোলা হলেই ফরমালডিহাইডের তীব্র দুর্গন্ধ ভেসে আসছিল। শনাক্তকরণে মাথা নেড়ে ফিরে এলেন। লাশটি তার ছোট ভাই আফজালের।

এটি এমন একটি অনুশীলন যা তাকে বারবার করতে হয়েছে।

মঙ্গলবার ভোরে কেরলের ওয়ানাডে ব্যাপক ভূমিধসে চারদিক বিপর্য়স্ত। মূলত চুরালমালা ও মুন্ডাক্কাই গ্রামগুলি নিশ্চিহ্ন হয়ে যায়, যা ২০১৮ সালের পর থেকে রাজ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। 

এখনও পর্যন্ত ২৫০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন বলে সূত্রের খবর। অনেকেই নিখোঁজ হয়ে গিয়েছেন।

নিখোঁজদের মধ্যে সুলতানের পরিবারের ২৬ জন রয়েছেন। এখন পর্যন্ত মাত্র ১০ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। স্থানীয়রা পোথাকাল্লুর কাছে চালিয়ার নদী থেকে আফজলের দেহ উদ্ধার করে। তার চেহারা কমবেশি অক্ষত থাকায় আমরা তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। সব মিলিয়ে আমরা ১০টি লাশ পেয়েছি। আরও ১৬টা বাকি আছে, ফিসফিস করে বললেন সুলতান।

মর্গে পরিণত হওয়া তিনতলা সরকারি স্কুলটিতে সুলতানের মতো বহু জীবিত মানুষ দু'দিন ধরে পরিবারের খোঁজে কাটিয়েছেন। তবুও সুলতানের ব্যক্তিগত ট্র্যাজেডির সংখ্যা এবং মাত্রা এত গুরুতর যে কে মারা গেছে এবং কে নিখোঁজ তা মনে করতে তার অসুবিধা হয়। তিনি বলেন, 'এখন আর মনে করতে পারছি না।

সোমবার সকালে সুলতান বুঝতে পেরেছিলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। চা বাগানের মধ্যে অবস্থিত তাঁর গ্রাম মুন্ডাক্কাইয়ে ক্রমাগত বৃষ্টি  হচ্ছিল।

তিনি বলেন, নদীর জল ক্রমাগত বাড়ছিল। আমি আমার স্ত্রী এবং তিন বাচ্চাকে কিছু কাপড় প্যাক করতে বললাম এবং পাঁচ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে চলে গেলাম। আমার এক আত্মীয়েরও অস্ত্রোপচার চলছিল, তাই আমি হাসপাতালে চলে যাই। 

যাওয়ার সময় পাশের বাড়িতে থাকা ভাই আফজল ও তার পরিবারকেও অন্যত্র সরে যেতে বলেন তিনি। তারাও সরে যান। কিন্তু তাঁরা চলে যান চুরালমালায়, দ্বিতীয় গ্রাম যার কার্যত অস্তিত্ব নেই। "তারা ভেবেছিল এটি নিরাপদ হবে। কিন্তু ভূমিধসে দুটি গ্রামই নিশ্চিহ্ন হয়ে গেছে। নিহতদের মধ্যে বৃদ্ধ আত্মীয়-স্বজন, নারী ও শিশু সহ অনেকেই রয়েছে।

তিনি বলেন, সোমবারই আমি আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বলেছিলাম সবাইকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে। কিন্তু তিনি বললেন, 'তুমি যদি যেতে চাও, যেতে পারো।  সুলতান বলেন, 'তারা যদি সোমবার সন্ধ্যার মধ্যে দুই গ্রাম থেকে সবাইকে সরিয়ে নিত, তাহলে এত বড় ট্র্যাজেডি হতো না।

দুপুর সাড়ে ১২টার একটু পরে সুলতানের এক বন্ধু তার কাছে এসে কানে কানে বিড়বিড় করে। আপনি এই লাশটা দেখতে আসবেন। হাতের জন্মদাগটি আমাদের একটির মতো দেখতে, তিনি বলেন। সুলতান তার চলাফেরায় একেবারে অন্যরকম হয়ে গিয়েছেন। কিছু যেন সবসময় খুঁজে চলেছেন। প্রিয়জনের দেহ। 

পরবর্তী খবর

Latest News

আগামিকাল কেমন কাটবে? শনিবারে পাবেন ভাগ্যের সাহায্য? ১৮ জানুয়ারি রাশিফল জেনে নিন রাশিয়ার সেনায় কর্মরত ১২ ভারতীয়ের মৃত্যু, ১৬ জনকে 'নিখোঁজ' বলেছে, দাবি দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় প্রথম বাংলা ছবি হিসেবে আমন্ত্রিত বিনোদিনী! গর্বিত দেব আইসিইউ থেকে নরমাল বেডে দেওয়া হয়েছে!সইফের চিকিৎসক বললেন 'রক্তাক্ত অবস্থাতেও...' AIFF ইয়ুথ লিগে ৫ গোল হজম ইস্টবেঙ্গলের, অন্য় ম্যাচে জয় পেল মোহনবাগান শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা সাংবাদিকদের মুখোমুখি হবেন আগরকর-রোহিত ‘কাজল কাকিমা প্রেম করছে….’,অতীত ভুলে সুদীপের ‘চিরসখা’ হবেন অপরাজিতা? ৮০ বছরে কোন কোন বিতর্কে নাম জড়িয়েছে বার্থডে বয় জাভেদের? বাদ দিশি হেলিকপ্টার-যুদ্ধবিমান, ২৬ জানুয়ারির ফ্লাইপাস্টে খেল দেখাবে ‘বিদেশি’রা! ‘এটা কোনও সাধারণ ঘটনা নয়’, সইফ আলি খান প্রসঙ্গে কী বললেন কুণাল কোহলি

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.