বাংলা নিউজ > ঘরে বাইরে > UPSC: IAS অফিসার হলেন স্কুল ভ্যান চালকের ছেলে

UPSC: IAS অফিসার হলেন স্কুল ভ্যান চালকের ছেলে

ফাইল ছবি; টুইটার (Twitter)

BIT সিন্দ্রি থেকে ২০১৮ সালে কম্পিউটার সায়েন্সে BTech করেন সুমিত। তারপর চাইলেই আইটি সেক্টরে মোটা বেতনের চাকরি করতে পারতেন। ৩টে ভালো অফারও ছিল হাতে। কিন্তু সেগুলি ফিরিয়ে দেন। শুরু হয় UPSC-র প্রস্তুতি।

UPSC 2021-এর ফলাফলে AIR 263। আইএএস অফিসার হলেন সুমিত ঠাকুর। ঝাড়খণ্ডের স্কুল ভ্যান চালক বিজয় কুমার ঠাকুরের একমাত্র ছেলে।

বর্তমানে সুমিত ব্যাঙ্গালোরে থাকেন। সেখান থেকেই UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। পরিবারে তাঁর বাবা ছাড়াও, মা এবং দিদি রয়েছেন।

বিস্টুপুরের রামকৃষ্ণ মিশন স্কুল পাশ করেন সুমিত। তারপর রাজেন্দ্র বিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট ক্লাস করেন।

BIT সিন্দ্রি থেকে ২০১৮ সালে কম্পিউটার সায়েন্সে BTech করেন সুমিত। তারপর চাইলেই আইটি সেক্টরে মোটা বেতনের চাকরি করতে পারতেন। ৩টে ভালো অফারও ছিল হাতে। কিন্তু সেগুলি ফিরিয়ে দেন। আর ৫ জনের থেকে আলাদা সুমিত। তাঁর স্বপ্ন ছিল IAS অফিসার হওয়ার। সেই কারণেই শুরু হয় UPSC-র প্রস্তুতি।

UPSC-তে তৃতীয় প্রচেষ্টা

সুমিত জানালেন, এটি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় তাঁর তৃতীয় অ্যাটেম্পট ছিল।

গত বছর, তিনি AIR 435 পেয়েছিলেন। কিন্তু তাতে মোটেও খুশি হননি তিনি।

২০১৯ সালে তাঁর প্রথম চেষ্টায়, তিনি UPSC পরীক্ষায় মাত্র তিন নম্বরের জন্য পাশ করতে পারেননি।

প্রস্তুতির কৌশল

সুমিত জানান, তিনি দিল্লির ভিড়ভাট্টার মধ্যে থাকতে চাননি। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য একা থাকতে ব্যাঙ্গালুরুতে চলে আসেন।

জেনারেল স্টাডিজের জন্য কোচিং ক্লাসে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু তাদের পদ্ধতি পছন্দ না হওয়ায় তিন মাস পরেই ছেড়ে যান।

এরপর, তিনি নিজেই প্রস্তুতি নেন। তবে লাগাতার মক টেস্ট দিতেন তিনি। তার মাধ্যমেই প্রস্তুতির মান জরিপ করতেন সুমিত।

বন্ধ করুন