আব্রাহাম থমাস
দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে গেল সুপ্রিম কোর্টের বড় বার্তা। দেশের শীর্ষ আদালত জানতে চেয়েছে, গত বছর কোর্টের রায়ের পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কর্মস্থলে পদোন্নতির ক্ষেত্রে এসসি ও এসটি সংরক্ষণে কমতির নিরিখে কী কী পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ জানুয়ারি জার্নেইল সিং-২ মামলায় যে রায় আদালত দিয়েছিল তার নিরিখে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কী কী পদক্ষেপ করেছে, তার স্ট্যাটাস রিপোর্ট ফাইল করার কথা জানানো হয়েছে। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের তরফে একথা বলা হয়েছে। প্রসঙ্গত, এবিষয়ে একাধিক পিটিশন রাজ্য সরকার ও সংরক্ষণের আওতাভূক্ত কর্মচারিদের তরফে এসেছে কোর্টের কাছে। সেই পিটিশনের নিরিখে পদক্ষেপ করেছে কোর্ট। অভিযোগ, এসসি ও এসটি ভূক্ত সংরক্ষণের আওতায় পদোন্নতি অপর্যাপ্ত রয়েছে। বহু পদ রয়েছে শূন্য। এছাড়াও অভিযোগ রয়েছে, সংরক্ষণের আওতায় থাকা কর্মীদের ওই পদগুলিতে পদোন্নতি পেতে দেওয়া হচ্ছে না বলে।
এদিকে, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছেন বিচারপতি বিভি নাগারাত্না ও বিআর গভাই। এই সমস্ত পিটিশনের নিরিখে কোর্ট জানিয়েছে, প্রতিদিনের ভিত্তিতে পিটিশনের ব্যাচ গৃহিত হবে। আগামী ১৭ জুলাই থেকে সেই প্রক্রিয়া শুরু হবে। ততদিনে সংশ্লিষ্ট সমস্ত মহলকে সমস্ত নথি ও জমা দেওয়ার সামগ্রী পেশ করে দিতে হবে। এর আগে ২০২২ সালের আদালতের রায়ে বলা হয়েছিল যে, এসসি ও এসটি আসনে কম সংখ্যক প্রতিনিধিত্বের ভিত্তিতে সমস্ত রকমের পরিসংখ্যান জোগাড় করতে হবে রাজ্যকে যাতে সংরক্ষিত আসনে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে যায়। এর আগে এম নাগরাজ ও জার্নেইল সিং-১ এর মামলায় দেওয়া কোর্টের রায়ের প্রসঙ্গও এক্ষেত্রে প্রাসঙ্গিক। সেই রায়ে সরকারগুলিকে এই ধরনের সংরক্ষণ দেওয়ার সময় সামগ্রিক প্রশাসনিক দক্ষতা বজায় রাখার প্রয়োজনের কথা বলা হয়েছিল। পরিসংখ্যান সংগ্রহ নিয়ে দেওয়া কোর্টের রায়ে বলা হয়েছিল ওই বিধি এসসি ও এসটি সংরক্ষণের আওতায় পদোন্নতির ক্ষেত্রে অবিচ্ছেদ্য অঙ্গ। আর পরিসংখ্যানকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যালোচনা করার কথাও বলা হয়েছে। কোর্টের এই বার্তার পরই কেন্দ্রের তরফে হলফনামা দায়ের করে জানানো হয়েছে কোন ৪ টি প্রক্রিয়ায় মাধ্যমে কেন্দ্র এই শূন্যপদ পূরণে এগিয়ে চলেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup