বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রাথমিক স্তরে ইংরেজি চালু নিয়ে অন্ধ্র প্রদেশ সরকারকে সুপ্রিম ধমক

প্রাথমিক স্তরে ইংরেজি চালু নিয়ে অন্ধ্র প্রদেশ সরকারকে সুপ্রিম ধমক

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মাধ্যম হিসেবে ইংরেজি বহাল রাখায় অন্ধ্র প্রদেশ সরকারের যুক্তি খণ্ডন করল সুপ্রিম কোর্ট।

রাজ্য সরকারের দাবি, ৯৬% বাবা-মা সরকারি স্কুলে অধ্যনরত তাঁদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে চান।

রাজ্য সরকার পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মাধ্যম হিসেবে ইংরেজি বহাল রাখায় অন্ধ্র প্রদেশ সরকারের বিরুদ্ধে মামলার শুনানিতে মিশ্র মতধারার সওয়াল শুনল সুপ্রিম কোর্ট। 

নিজের সিদ্ধান্তের সপক্ষে অন্ধ্র প্রদেশ সরকার যুক্তি দেয়, ছোটবেলায় ইংরেজি ভাষা শেখা পড়ুয়ারা মাতৃভাষায় পড়াশোনা করা সতীর্থদের চেয়ে পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে ভালো ফল লাভ করে। 

রাজ্য সরকারের তরফে সরকারি আইনজীবীর এই দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, ‘আপনাদের এই যুক্তি কেন্দ্র করে অজস্র মতবাদ পাওয়া গিয়েছে। আপনাদের মতামতই এই বিষয়ে শেষ কথা হতে পারে না।’

আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত। বলা হয়েছে, একই সঙ্গে অনুরূপ আর একটি মামলারও শুনানি হতেচলেছে। ওই মামলায় দশম শ্রেণি পর্যন্ত কন্নড় ভাষা শিক্ষার জন্য কর্নাটক সরকারের নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছে একাধিক স্কুল। 

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিলে ২০২০ সাল থেকে স্কুলে ইংরেজিতে পঠনপাঠন ও নির্দেশে অন্ধ্র প্রদেশ সরকারের জারি করা নির্দেশ খারিজ করে দেয় অন্ধ্র প্রদেশ হাই কোর্ট। 

অন্ধ্র প্রদেশ সরকারের তরফে শীর্ষস্থানীয় আইনজীবী কে বি বিশ্বনাথন সুপ্রিম কোর্টকে বলেন, ‘আমরা সমীক্ষা করে দেখেছি যে, ৯৬% বাবা-মা সরকারি স্কুলে অধ্যনরত তাঁদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানোর দাবি জানিয়েছেন। এই কারণেই প্রথম থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ইংরেজিতে পঠনপাঠন আবশ্যিক করা হয়েছে। আমরা তেলুগুকে অগ্রাহ্য করছি না। প্রত্যেক মণ্ডলে একটি করে স্কুল থাকবে যেখানে তেলুগু মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা থাকবে। এবং বিনামূল্যে পড়ুয়াদের স্কুলে যাতায়াতের সুবিধা দেওয়া হবে। কিন্তু হাই কোর্টের নির্দেশের জেরে আমরা সিদ্ধান্ত কার্যকর করতে পারছি না। এতে রাজ্যের দরিদ্র ও প্রান্তিক পড়ুয়াদের জীবনে প্রভাব পড়ছে।’

এই আবেজনন শুনে শীর্ষ আদালতের বেঞ্চ বলে, ‘বিষয়টি এত সহজ নয়। ইংরেজি ও মাতৃভাষায় পঠনপাটন নিয়ে নানান অভিমত চালু রয়েছে। অনেক দেশ রয়েছে যেখানে প্রাথমিক স্তরের পড়াশোনা মাতৃভাষাতেই হয়। আপনার যুক্তি শুনে মনে হচ্ছে একমাত্র আপনার মতটিই প্রযোজ্য হয়। ব্যক্তিগত ভাবে আপনার সঙ্গে সহমত হলেও আপনার মত অন্যের উপরে চাপিয়ে দিতে পারেন না। আমরা সামগ্রিক মতামত জানতে চাইছি।’

এতে ব্যক্তিগত অভিজ্ঞতা ব্যক্ত করে বিশ্বনাথন বলেন, ‘মাতৃভাষায় পড়াশোনা করার অনেক অসুবিধা রয়েছে। আমি কোয়েমবাত্তুরের এক প্রান্তিক গ্রামের বাসিন্দা। দেখেছি আমার যে সব বন্ধুমাতৃভাষায় শিক্ষালাভ করেছেন, তাঁরা অনেকেই সুপ্রিম কোর্টে ভালো করে সওয়াল করতে পারেন না।’

জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, ‘আপনার দেওয়া উদাহরণ সর্বৈব অসত্য। স্কুল থেকে পাশ করে বেরোনোর পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতে হলে বহু বছর ধরে পড়াশোনা চালিয়ে যেতে হয়। এর মধ্যে ইচ্ছে করলেই প্রকাশ্যে কথা বলা, যোগাযোগের দক্ষতা ইত্যাদি বিষয়ে শিখে ফেলা যায়। কিন্তু প্রাথমিক স্তরে শিশুর মাতৃভাষা শেখা জরুরি।’

এই সময় সলিসিটর জেনারেল তুষার মেহেতা বলেন, ‘আমি নিজে মাতৃভাষায় পড়াশোনা করেছি। আমার বহু সহকর্মী এমনকী বেশ কয়েক জন বিচারপতিও ওই মাধ্যমে প্রাথমিক শিক্ষা লাভ করেছেন। রাজ্য সরকার বাড়াবাড়ি করছে।’

শিক্ষার অধিকার আইনের ২৯(২)(এফ) ধারা অনুসারে, শিক্ষার মাধ্যম হিসেবে ‘বাস্তবে যতদূর সম্ভব’ ইংরেজির ব্যবহার চালু রাখার কথা বলা হয়েছে। কিন্তু এই আইন যাচাই করতে ব্যক্তিগত উদ্যোগে সমীক্ষা করে অন্ধ্র প্রদেশ সরকার। এই প্রসঙ্গে ২০১৪ সালে সাংবিধানিক বেঞ্চের দেওয়া রায় উল্লেখ করে বিশ্বনাথন বলেন, শিক্ষার মাধ্যম বেছে নেওয়ার অধিকার অভিভাবকদের রয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

তাপপ্রবাহের মাঝে বৃষ্টির সুখবর! সোমে খেলা ঘুরিয়ে বর্ষণের সম্ভাবনা কোথায় কোথায়? এবার লোকাল ট্রেন থেকেও বেরল ধোঁয়া, আতঙ্কিত যাত্রীরা, তুলকালাম কাণ্ড ব্যান্ডেলে কোলে ৩ বছরের কেশব! মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক অস্কার পেলেও ‘জয় হো’ কম্পোজ করেননি রহমান! কোন সত্য ফাঁস করলেন রাম গোপাল? আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার ভাঙড়ে শওকত মোলার নামে পড়ল পোস্টার, উঠল তৃণমূল বিধায়ককে গ্রেফতারের দাবি পিছল মেট্রো ইন দিনোর মুক্তির দিন, সেপ্টেম্বর নয়, কবে আসছে আদিত্য-সারার ছবি? আপাতত হচ্ছে না বহু প্রতীক্ষিত মোদী-মাস্ক বৈঠক, সফর পিছিয়ে দিলেন টেসলা প্রধান

Latest IPL News

মাত্র ১৩ বলেই ইতিহাস, IPL-এ এমন এক রেকর্ড গড়লেন ধোনি, যা কল্পনাও করা যায় না আইপিএলে ব্রাত্য হয়ে এবার পূজারার পথে কাউন্টিতে নাম লেখালেন ভারতীয় পেসার শ্রবণশক্তি হারাতে পারেন! ধোনি মাঠে নামতেই ডি'ককের স্ত্রীর ঘড়িতে নয়েজ অ্যালার্ট ধোনি ব্যাট করতে এলেই বোলাররা ভয় পেয়ে যায়, অকপট রাহুল কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.