বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Gujarat riot and Babri: ‘সময়ের সাথে সাথে...’, বাবরি ধ্বংস ও গুজরাট দাঙ্গা মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

SC on Gujarat riot and Babri: ‘সময়ের সাথে সাথে...’, বাবরি ধ্বংস ও গুজরাট দাঙ্গা মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানায়, গুজরাট দাঙ্গা সম্পর্কিত মামলার মধ্যে ৮টির বিচার শেষ হয়েছে। এবং একটি মামলার বিচারের চূড়ান্ত পর্যায়ের সওয়াল-জবাব চলছে গুজরাটের নরোদা গাঁও আদালতে।

২০০২ সালে গোধরাকাণ্ড পরবর্তী সাম্প্রদায়িক হিংসা এবং বাবরি মসজিদ ধ্বংসে আদালত অবমাননা মামলা বন্ধ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, সময়ের সাথে সাথে এই মামলাগুলি ‘অকার্যকর’ হয়েছে। শীর্ষ আদালত জানায়, গুজরাট দাঙ্গা সম্পর্কিত মামলার মধ্যে ৮টির বিচার শেষ হয়েছে। এবং একটি মামলার বিচারের চূড়ান্ত পর্যায়ের সওয়াল-জবাব চলছে গুজরাটের নরোদা গাঁও আদালতে।

এদিকে অযোধ্যা মামলায় কল্যাণ সিংয়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও বন্ধ করা হয়েছে। ২০১৯ সালের অযোধ্যা জমি বিবাদ মামলার রায় এবং অভিযুক্তের মৃত্যুর কারণে এই মামলাকে এখন ‘অকার্যকর’ বলে আখ্যা দেয় শীর্ষ আদালত। উল্লেখ্য, উত্তরপ্রদেশ সরকারের তরফে ১৯৯২ সালে শীর্ষ আদালতকে বাবরি মসজিদের নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কল্যাণ সিংয়ের সরকার রথ যাত্রার অনুমতি দিয়েছিল। পরে সেই কারণেই বাবরি মসজিদ ধ্বংস হয়। এই আবহে তৎকালীন উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজু হয় বেশ কয়েকটি। এই আবহে শীর্ষ আদালত বলেন, ‘সুপ্রিম কোর্টে এই মামলাটির নিষ্পত্তি ইতিমধ্যেই হয়েছে। তিন দশকের বেশি পুরোনো এই মামলার এখন কোনও অর্থ নেই। মামলাকারী এবং অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী উভয়ই প্রয়াত।’

এদিকে গোধরাকাণ্ড পরবর্তী দাঙ্গা সংক্রান্ত মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল যে নয়টি বড় মামলার তদন্ত করেছিল, তার মধ্যে আটটির বিচার শেষ হয়েছে। এর ফলে বাকি মামলাগুলি অকার্যকর হয়ে পড়েছে। নরোদা গাঁওয়ের বিচার আদালতে একটি মামলায় চূড়ান্ত যুক্তি-তর্ক চলছে।

এদিকে ২০০২ সালের গুজরাট দাঙ্গার মামলায় প্রমাণ জালিয়াতির অভিযোগে গ্রেফতার হওয়া সমাজকর্মী তিস্তা সেটালভাদের জামিনের আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলায় গুজরাট সরকারের পক্ষে হাজির হন সুপ্রিম কোর্টে। এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি ইউইউ ললিতের একটি বেঞ্চ এই মামলায় তিস্তার আবেদনের প্রেক্ষিতে গুজরাট সরকারের কাছ থেকে জবাব চেয়েছিল। এই আবহে সলিসিটর জেনারেল বলেন যে সেটালভাদের আবেদনের প্রেক্ষিতে গুজরাট সরকারের বক্তব্য প্রায় প্রস্তুত, তবে তাতে কিছুটা সংশোধনের প্রয়োজন।

বন্ধ করুন