বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court Collegium: হাই কোর্টের বিচারপতি নিয়োগ সুপারিশের ২০টি ফাইল সুপ্রিম কলেজিয়ামকে ফেরাল কেন্দ্র: রিপোর্ট

Supreme Court Collegium: হাই কোর্টের বিচারপতি নিয়োগ সুপারিশের ২০টি ফাইল সুপ্রিম কলেজিয়ামকে ফেরাল কেন্দ্র: রিপোর্ট

ফাইল ছবি, সৌজন্যে পিটিআই

সাম্প্রতিককালে বিচারপতি নিয়োগ নিয়ে কলেজিয়াম ব্যবস্থার বিরোধিতায় সরব হয়েছেন আইনমন্ত্রী কিরেণ রিজিজু।

কলেজিয়াম বনাম কেন্দ্রের সংঘাত চলছেই। হাই কোর্টে বিচারপতি নিয়োগের সুপারিশ সংক্রান্ত ২০টি ফাইল সুপ্রিম কলেজিয়ামকে ফেরাল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, যাঁদের নাম ‘পুনর্বিবেচনা’র জন্য ফেরত পাঠানো হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন আইনজীবী সৌরভ কৃপাল। উল্লেখ্য, সৌরভ চিরকালই নিজের সমকামী সত্ত্বা নিয়ে নিজের বক্তব্য প্রকাশ করেছেন। তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি বিএন কৃপালের ছেলে।

জানা গিয়েছে, ২০টি ফাইলের মধ্যে ১১টি ফাইল হল নয়া সুপারিশ। তাছাড়া পুরোনো ৯টি সুপারিশও আবারও ফেরত পাঠায় কেন্দ্র। এর মধ্যে কৃপালের নামের সুপারিশ করেছিলেন প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বাধীন কলেজিয়াম। তাঁকে দিল্লি হাই কোর্টের বিচারপতি করার জন্য সুপারিশ দিয়েছিল কলেজিয়াম। এই নিয়ে এক সংবাদমাধ্যমকে সম্প্রতি কৃপাল বলেন যে তাঁর যৈনতার কারণেই বারবার তাঁর নাম খারিজ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি আইনমন্ত্রী কিরেণ রিজিজু ধারাবাহিক ভাবে সুপ্রিম কলেজিয়াম ব্যবস্থার বিরুদ্ধে সরব হয়েছেন। এই আবহে ফের একবার গতকাল তোপ দেগেছিলেন রিজিজু। আইনমন্ত্রীর কথায়, ‘কলেজিয়াম ব্যবস্থাপনায় বেশ কিছু ফাঁক ফোঁকড় রয়েছে, তাই মানুষ এখন সরব হচ্ছেন এই বলে যে কলেজিয়াম ব্যবস্থাপনা স্বচ্ছ্ব নয়।’ এই আবহে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষন কৌল ও এএস ওকার বেঞ্চ সরতর্ক করে সরকারকে। রিজিজু বলেন, ‘এটা বলবেন না যে আমরা ফাইলের ওপর বসে আছি। আর যদি তা বলতে চান, তাহলে নিজেরা বিচারপতি নিয়োগ করুন আর নিজেরাই সমস্তটা করুন। যদি মনে করা হয় যে প্রতিটি সুপারিশেই আমরা স্বাক্ষর করব, তাহলে সরকারের ভূমিকা কী?’ আইনমন্ত্রীর এহেন মন্তব্যের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট সলিসিটর জেনারেলকে বলে, ‘দয়া করে এর সমাধান করুন। এই নিয়ে যেন আমাদের বিচারবিভাগীয় সিদ্ধান্ত না নিতে হয়।’

 

বন্ধ করুন