'বুলডোজার জাস্টিস' নিয়ে বহুদিন ধরেই দেশে সরগরম আলোচনা হয়েছে। মঙ্গলবার দেশের সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে, আগামী ১ অক্টোবর পর্যন্ত বুলডোজার দিয়ে কোনও সম্পত্তি ভাঙা যাবে না সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া। দেশে বুলডোজার দিয়ে বিভিন্ন সম্পত্তি ভাঙার ঘটনার বাড়বাড়ন্তের দিকে নজর দিয়ে কোর্ট জানাল একথা।
বুলডোজার নিয়ে এই নির্দেশ কোর্ট দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দিয়েছে। তবে কোর্ট জানিয়েছে, এই স্থগিতাদেশ কার্যকরি হবে না কোনও জনতার জন্য নির্মিত রাস্তায় , ফুটপাথ, সমকক্ষ পাবলিক প্লেসে কোনও অবৈধ নির্মাণের ক্ষেত্রে। এদিকে, মঙ্গলবার কোর্ট জানিয়েছে, বুলডোজার দিয়ে সম্পত্তি ভাঙা নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই স্থগিতাদেশ আপাতত লাগু থাকবে। পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ লাগু থাকবে।
উল্লেখ্য, বহু রাজ্য়ে প্রশাসনিক পদক্ষেপে বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা সামনে আসছে। তা নিয়ে উঠেছে নানান অভিযোগ। এই মামলার পর্যবেক্ষণে কোর্ট বলছে, অবৈধ নির্মাণ বলে ভাঙার একটি ঘটনাও যদি আমাদের সামনে আসে, তাহলেও তা সংবিধানের বিরোধী। এদিকে, আদালতে সওয়াল জবাব পর্বে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সম্পত্তি ভাঙা নিয়ে একটি 'ন্যারেটিভ' তৈর করা হচ্ছে। কোর্ট তাঁকে আশ্বস্ত করে জানায় যে, বাইরের কোনও প্রভাবই কোর্টের নির্দেশে পড়ছে না।
বিচারপতিব বিআর গভাই ও বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলা ওঠে। মামলার শুনানির সময় কোর্ট বলে, দু' সপ্তাহ ‘ ভাঙা চোরার কাজ বন্ধ থাকলে আকাশ ভেঙে পড়বে না।’ বিচারপতি গভাই প্রশ্ন করেন ‘১৫ দিনে কী হবে?’ কোর্ট জানিয়েছে, ‘পরবর্তী তারিখ পর্যন্ত এই আদালতের অনুমতি না নিয়ে কোনও ভাঙচুর করা যাবে না। তবে এই ধরনের আদেশ জনতার জন্য তৈরি রাস্তায়, ফুটপাথ, রেললাইন বা পাবলিক স্পেসে অনুমোদন-হীন নির্মাণের জন্য প্রযোজ্য হবে না।’ আদালত বলেছে যে এটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে তার বিশেষ ক্ষমতা আহ্বান করে নির্দেশিকাটি পাশ করেছে।
উল্লেখ্য, কোর্টে চলছিল এক প্রাইভেট বিল্ডিং ভাঙাকে চ্যালেঞ্জ করে এক মামলা। ওই বিল্ডিংগুলি অপরাধে অভিযুক্তদের বলে জানানো হচ্ছে। অপরাধেরশাস্তিমূলক ব্যবস্থা হিসাবে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি ওই পদক্ষেপ নিয়েছে, বলে কোর্টে জানানো হয়। এদিকে, ২ সেপ্টেম্বর আদালতের মন্তব্যের পরেও বুলডোজারের পদক্ষেপকে ন্যায়সঙ্গত এবং মহিমান্বিত করে মন্তব্যকরা বহু রাজনৈতিক নেতা মন্ত্রীদের নিয়েও কড়া সমালোচনা করে কোর্ট। বিচারপতি গভাই বলেন,' আদেশের পরে, বিবৃতি দেওয়া হয়েছে যে বুলডোজার চলবে… বলে!'