বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Student Postal Ballot: বিচারপতি ভোট দিতে বাড়ি যেতে পারেন, আর ছাত্ররা পারবেন না? কেন বলল সুপ্রিম কোর্ট?

SC on Student Postal Ballot: বিচারপতি ভোট দিতে বাড়ি যেতে পারেন, আর ছাত্ররা পারবেন না? কেন বলল সুপ্রিম কোর্ট?

প্রতীকী ছবি।

প্রধান বিচারপতি (সিজেআই) সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনাটি কেবলমাত্র নির্ধারিত কিছু শ্রেণির জন্যই কার্যকর করা হয়েছে। যেমন - প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিবর্গ ও প্রবীণ নাগরিক।

যদি সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ভোটদানের জন্য নিজের কর্মক্ষেত্র থেকে উজিয়ে নিজের বাড়িতে বা নিজের এলাকায় যেতে পারেন, তাহলে ছাত্রছাত্রীরা কেন তা পারবে না? কার্যত এই উদাহরণ ও যুক্তি উত্থাপন করেই একটি জনস্বার্থ মামলা (পিল) খারিজ করে দিল শীর্ষ আদালত।

শুক্রবার এই মামলার শুনানি ছিল। তাতে দাবি করা হয়েছিল, যেসমস্ত পড়ুয়া পড়াশোনার জন্য নিজেদের বাড়ির বা এলাকার বাইরে দূরবর্তী কোনও স্থানে থাকেন, তাঁদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনা চালু করা হোক।

এদিন এই মামলাটি ওঠে প্রধান বিচারপতি (সিজেআই) সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। মামলার আবেদনের প্রেক্ষিতে বেঞ্চের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনাটি কেবলমাত্র নির্ধারিত কিছু শ্রেণির জন্যই কার্যকর করা হয়েছে। যেমন - প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিবর্গ ও প্রবীণ নাগরিক।

এই প্রসঙ্গেই নিজের সহকর্মীর কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, 'আমার সহকর্মী বিচারপতিকে দেখুন। যিনি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য তাঁর এলাকায় যান।' প্রসঙ্গত, এখানে প্রধান বিচারপতি তাঁর সহকর্মী বিচারপতি সঞ্জয় কুমারের কথাই বলেছেন।

প্রধান বিচারপতির মুখে তাঁর ভোট দিতে বাড়ি যাওয়ার কথা শুনে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করেন বিচারপতি কুমারও। তিনি বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্যই আমার শহরে (হায়দরাবাদ) যাই।’

বিচারপতি কুমার আরও বলেন, বহু মানুষই এই ধরনের ঘটনার সম্মুখীন হন। এক্ষেত্রে দু'টি উপায় থাকে। হয় আপনি নিজের এলাকায় গিয়ে ভোট দিন। অথবা, যেখানে বর্তমানে থাকছেন, সেখানকার ভোটারতালিকায় নিজের নাম স্থানান্তরিত করিয়ে নিন।

সংশ্লিষ্ট জনস্বার্থ মামলাটি রুজু করেছিলেন অর্ণব কুমার মল্লিক নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী পি কে মল্লিকের যুক্তি ছিল, বাইরে পড়াশোনা করতে যাওয়া পড়ুয়াদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হলে তাঁরাও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। পাশাপাশি, অনাবাসী ভারতীয় পড়ুয়াদের জন্য ইলেক্ট্রনিক ভোটিং মডেল শুরু করার পক্ষে সওয়াল করেন তিনি।

যদিও শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয়। সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, 'আমরা এই বিষয়ে কোনও সাহায্য করতে পারব না।'

এর কারণ হিসাবে আদালত উল্লেখ করে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই এমন ব্যবস্থাপনা চালু করেছে, যার অধীনে বাড়ি থেকে দূরে পড়তে যাওয়া পড়ুয়ারা বর্তমানে যেখানে থাকছেন, সেখানকার নির্বাচনী কেন্দ্রেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাই আদালতের পক্ষে তাঁদের জন্য আলাদা করে পোস্টাল ব্যালট ব্যবহারের আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

পরবর্তী খবর

Latest News

চোরকে জেরা করে চোরাই গরুর হদিশ মিলল নেতার গোয়ালে! বড় অভিযানে পুলিশ, কোথায় ঘটল? চেম্বারেই খুন ‘হাতুড়ে’, এমন প্রতিষ্ঠান থেকে আসল ডাক্তারদের দূরে থাকতে বলল IMA রানের পাহাড় গড়ে RR-কে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে SRH,ম্যাচ হেরে KK-এর হাল কী? কানাডায় আগাম নির্বাচনের ঘোষণা PM কার্নির, আর ক'দিন পরই ভোট জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি দোকান খোলার মুহূর্তে ওষুধ ব্যবসায়ীর বুকে গুলি! মাদক-প্রতিবাদের জের? পুলিশ বলছে.. ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো উজ্জ্বল ত্বক চান? এই ৬টি ফল রোজ খান বেশি করে চিংড়ির পদ দিয়ে ভাত মেখে তৃপ্তির মধ্যাহ্নভোজ, তারপরই মৃত্যু কিশোরের! ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন?

IPL 2025 News in Bangla

জোড়া খেতাব রুতুরাজের, চিপকে ম্যাচের সেরা কে?- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ৪৩-এও কী ক্ষিপ্রতা! ০.১২ সেকেন্ড সূর্যকুমারের স্টাম্প উড়িয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ম্যাচ জেতানো শতরানে ইশান একাই জেতেন চারটি পুরস্কার, কে কত টাকা পকেটে পুরলেন? অনেক বেশি স্বাধীনতা পাওয়া যায়… IPL-এ প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই MI-কে ঠুকলেন ইশান ‘বাঙালিরাই যদি…’! আইপিএল উদ্বোধনে বাংলায় গান গাইলেন না শ্রেয়া, আক্ষেপ চিরঞ্জিতের আইপিএল ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখের সঞ্চালনা নিয়ে বিরক্ত একাংশ IPL-এ নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড করল RR, তবু SRH-এর কাছে ৪৪ রানে হার সঞ্জুদের পিচে স্পিন না হলে,রাসেল কীভাবে আউট হলেন?রাহানেকে পালটা জবাব ইডেনের পিচ কিউরেটরের শতরান করে আগ্রাসী সেলিব্রেশন ইশানের,জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে? ১ রানের জন্য রেকর্ড হাতছাড়া, IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস গড়ল SRH

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.