ইন্টারনেটের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত জনস্বার্থ মামলার প্রেক্ষিতে দেশে ইন্টারনেটের মূল্য নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে নির্দেশ দিতে অস্বীকার করে। আবেদন খারিজ করে শীর্ষ আদালত বলেছে, যে এটি একটি মুক্ত বাজার এবং গ্রাহকদের কাছে ইন্টারনেট পরিষেবা গ্রহণের জন্য অনেক বিকল্প রয়েছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার রজত নামে এক আবেদনকারীর মামলা খারিজ করে।
আরও পড়ুন: নেট ছাড়াই একাধিক নয়া রিচার্জ প্ল্যান আনল জিয়ো, এয়ারটেল, Vi; সবথেকে লাভ কোনটায়?
আবেদনকারীর অভিযোগ ছিল, বাজারের বেশিরভাগ অংশ একচেটিয়া দখল করে রেখেছে জিও। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মামলাকারী। তাঁর অভিযোগ, এই সমস্ত কোম্পানিগুলি ইচ্ছামতো ইন্টারনেটের দাম নির্ধারণ করছে। এর ফলে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকরা। তাই অবিলম্বে ইন্টারনেটের দাম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার বিষয়ে শীর্ষ আদালতে আবেদন করেন মামলাকারী। সেই আবেদন খারিজ করে প্রধান বিচারপতি খান্না বলেন, ‘গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা গ্রহণের জন্য বেশ কয়েকটি বিকল্প রয়েছে।’
তিনি আবেদনকারীর আইনজীবীকে বলেন, ‘এটি একটি মুক্ত বাজার। আপনি ল্যানের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা পেতে পারেন। তারযুক্ত ইন্টারনেট পরিষেবাও রয়েছে। বিএসএনএল এবং এমটিএনএলও ইন্টারনেট পরিষেবা দিচ্ছে।’ এ প্রসঙ্গে প্রধান বিচারপতি খান্না আরও বলেন, ‘যদি আপনি একচেটিয়া বাজার ধরে রাখার অভিযোগ করেন, তাহলে আপনার দাবি নিয়ে ভারতের প্রতিযোগিতা কমিশনের কাছে যাওয়া উচিত।’
শীর্ষ আদালত মামলাটি খারিজ করতে গিয়ে বলেছে, ‘আমরা সংবিধানের ৩২ অনুচ্ছেদের অধীনে এই আবেদন বিবেচনা করতে আগ্রহী নই। তাই আবেদনটি খারিজ করা হল।’ তবে একইসঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট করে বলেছে, যে আবেদনকারী যদি উপযুক্ত আইনি প্রতিকারের কোনও আশ্রয় নিতে চান, তাহলে তা করার স্বাধীনতা রয়েছে তাঁর। শীর্ষ আদালত জানায়, ‘আমরা স্পষ্ট করে বলছি যে আবেদনকারী যদি উপযুক্ত আইনি প্রতিকার নিতে চাইলে, তিনি স্বাধীনভাবে তা করতে পারবেন। আমরা এই বিষয়ে কোনও মন্তব্য করব না।’