প্রায় ৫ দশকের পুরনো গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন সরিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হতে চলেছে গর্ভপাত। যার ফলে সেদেশের প্রায় লক্ষ লক্ষ মহিলা গর্ভপাত করার আইনি অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন। মহিলাদের গর্ভধারণ সংক্রান্ত আইনের ক্ষেত্রে এই ঘটনা ব্যাপক প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
এর আগে, বহুল চর্চিত রো বনাম ওয়েড মামলার সিদ্ধান্ত ঘিরে সেদেশে গর্ভপাত সংক্রান্ত অধিকারের আইন লাগু ছিল। তাকে খারিজ করে মার্কিন সুপ্রিম কোর্ট এবার গর্ভপাত নিষিদ্ধ করার পক্ষে রায় দিয়েছে। ফলে এবার সেখানের বিভিন্ন স্টেট নিজের মতো করে এই গর্ভপাতের অধিকার নিষিদ্ধ করতে পারবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩ টি স্টেট গর্ভপাতকে আইনত নিষিদ্ধ করেছে। মনে করা হচ্ছে, আরও বেশ কয়েকটি স্টেট আমেরিকায় সেপথেই হাঁটবে।দেশের এই বিমানবন্দরে পা রাখলেই দেখতে পাবেন রোবোটের কারসাজি! ঘটছে এইসব কাণ্ড
এক সদ্য আসা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার ৩৬ মিলিয়ন মহিলার থেকে কেড়ে নেওয়া হচ্ছে যঁরা ঋতুমতী। উল্লেখ্য, ডবস বনাম জ্যাকসনস ওমেনস হেল্থ অর্গানাইজেশনের মামলার প্রেক্ষিতে মার্কিন সুপ্রিম কোর্ট কার্যত দশক পুরনো নিয়মে বদল এনেছে। এই মামলায় মিসিসিপিতে গর্ভপাত ১৫ সপ্তাহের পর নিষিদ্ধ, এই নিয়মকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় একটি পক্ষ। আর তার প্রেক্ষিকেই মার্কিন আদালত জানিয়ে দিয়েছে, গর্ভপাত এখন থেকে আর কোনও মার্কিন নাগরিকের সাংবিধানিক অধিকার নয়।