বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on Governors: যত তাড়াতাড়ি সম্ভব বিলে সই করা উচিত রাজ্যপালদের, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Supreme Court on Governors: যত তাড়াতাড়ি সম্ভব বিলে সই করা উচিত রাজ্যপালদের, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘রাজ্যপালের সমস্যা’ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কে চন্দ্রশেখর রাওয়ের সরকার (HT_PRINT)

‘রাজ্যপালের সমস্যা’ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কে চন্দ্রশেখর রাওয়ের সরকার। এই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যপালদের বিলে সই করে দেওয়া উচিত।

অ-বিজেপি শাসিত রাজ্যে প্রায়শয়ই রাজ্যপালের সঙ্গে সরকারের সংঘাত দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই সংঘাতটা হয় কোনও বিল ঘিরে। বিধানসভায় পাশ হওয়া বিল রাজ্যপালের কাছে পাঠানো হলেও তা সময় মতো সই করে অনুমোদন দেন না রাজ্যপাল। আমাদের রাজ্যে এ জিনিস বিগত বছরে বহুবার দেখা গিয়েছে। সম্প্রতি তামিলনাড়ুতেও দেখা গিয়েছে এই জিনিস। তেলাঙ্গানাও এই 'সমস্যায়' ভুগেছে। এই আবহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কে চন্দ্রশেখর রাওয়ের সরকার। এই মামলার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যপালদের বিলে সই করে দেওয়া উচিত। (আরও পড়ুন: অপেক্ষা ২৮ এপ্রিলের, ডিএ নিয়ে বড় খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা)

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি নরসিংহের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। তেলাঙ্গানা সরকারের দাবি ছিল রাজ্যপাল তামিলিসাই সুন্দরারাজন যেন শীঘ্রই ১০টি বিলে সই করেন। এই আবহে সোমবার বেঞ্চের তরফে পর্যবেক্ষণ করা হয়, সব রাজ্যের রাজ্যপালদেরই উচিত যত তাড়াতাড়ি সম্ভব বিলে সই করে তা আইনে পরিণত করা। আদালতের তরফে সংবিধানের ধারা নং ২০০ (১)-এর উল্লেখ করে বলা হয়, 'যত তাড়াতাড়ি সম্ভব' - এই কথাটার উল্লেখযোগ্য সাংবিধানিক মর্ম রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তা মাথায় রাখা উচিত। উল্লেখ্য, সংবিধানের ২০০ নং ধারা অনুযায়ী, রাজ্যের বিধানসভায় কোনও বিল পাশ হলে (বা যে রাজ্যে বিধান পরিষদ রয়েছে, সেই ক্ষেত্রে উভয় কক্ষে) তা রাজ্যপালের কাছে পাঠাতে হবে। এরপর রাজ্যপালকে এই বিলে সই করে তাঁর সম্মতি জানাতে হবে বা বিলে সম্মতি না দিয়ে বিলটিকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাতে হবে।

এদিকে মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, রাজ্যপাল তামিলিসাই সুন্দরারাজনের কাছে কোনও বিল পড়ে নেই। তিনি কিছু বিলে কিছু সংশোধন চেয়ে তা ফেরত পাঠিয়েছেন। এদিকে তেলাঙ্গানা সরকারের পক্ষে আইনজীবী দুষ্মন্ত দাভে আদালতে বলেন, 'রাজ্যপালের এহেন আচরণের কারণে জনগণের দ্বারা নির্বাচিত সরকার তাঁর দয়ায় কাজ করে। মধ্যপ্রদেশ, গুজরাটের মতো রাজ্যে একদিনের মধ্যে বিলে অনুমোদন দিয়ে দেন সেখানকার রাজ্যপালরা। তবে বিরোধী শাসিত রাজ্যে বারবার তাতে বাধা পড়ে।' তেলাঙ্গানা সরকারের অভিযোগ, বর্তমানে রাজ্যপালের কাছে ১০টি বিল পড়ে রয়েছে। তিনি তাতে সই করেননি। এর মধ্যে থেকে তিনটি বিল ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল। আর সাতটি গত সেপ্টেম্বরে পাঠানো হয়। এই আবহে দেশের সব রাজ্যপালের উদ্দেশেই শীর্ষ আদালতের একটি অদ্বিতীয় নির্দেশনা দেওয়া উচিত বলে দাবি করা হয়। অবশ্য, পরবর্তীতে মামলাটি খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। রাজ্যপাল বিলগুলিকে অনুমোদন দিয়েছেন বলে জানানো হয় শীর্ষ আদালতে। এরপরই মামলাটি খারিজ হয়ে যায়। তবে পর্যবেক্ষণে শীর্ষ আদালত বলে, 'যত তাড়াতাড়ি সম্ভব বিলে সই করা উচিত রাজ্যপালের।'

 

ঘরে বাইরে খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.