বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court On Marital Rape and Abortion: বিবাহিত হোক বা অবিবাহিত, সুরক্ষিত ও আইনি গর্ভপাত সব মহিলার অধিকার: SC

Supreme Court On Marital Rape and Abortion: বিবাহিত হোক বা অবিবাহিত, সুরক্ষিত ও আইনি গর্ভপাত সব মহিলার অধিকার: SC

গর্ভপাত, বৈবাহিক ধর্ষণ নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট এদিন বলে, 'ধর্ষণ মানে সম্মতি ছাড়া যৌন মিলন। বাস্তবে দেখা যায়, অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার শিকার হয়ে থাকেন অনেক মহিলা।' 

গর্ভপাত এবং বৈবাহিক ধর্ষণ সংক্রান্ত যুগান্তকারী এক রায় দিল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্ট বলে, বিবাহিত বা অবিবাহিত যেকোনও মহিলারই অধিকার রয়েছে সুরক্ষিত গর্ভপাতের। এদিন সুপ্রিম কোর্ট আরও জানায়, বিবাহিত মহিলাদের গর্ভপাতের ক্ষেত্রে ‘বলপূর্বক গর্ভাবস্থা’কে ‘বৈবাহিক ধর্ষণ’ হিসেবে বিবেচনা করা হবে।

সুপ্রিম কোর্ট এদিন বলে, ‘বিবাহিত মহিলারাও ধর্ষণের শিকার হওয়া শ্রেণির অংশ হতে পারেন। ধর্ষণ মানে সম্মতি ছাড়া যৌন মিলন। বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রেই অন্তরঙ্গ সঙ্গীর সহিংসতার শিকার হন মহিলারা। এই ক্ষেত্রে, মহিলা জোরপূর্বক গর্ভবতী হতে পারেন।’ সুপ্রিম কোর্ট বলে, ‘বলপ্রয়োগের কারণে যেকোনও মহিলা গর্ভধারণ করলে তা ধর্ষণ হিসেবে গণ্য হবে।’

শীর্ষ আদালত আজকে এও জানায়, অবিবাহিত মহিলাদেরও ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইন অনুযায়ী, অবিবাহিত মহিলাদের ২০ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের অনুমতি দেওয়া হত। এদিকে বিবাহিত, বিবাহ বিচ্ছিনাদের ক্ষেত্রে এই সময়সীমা ছিল ২৪ সপ্তাহ। তবে সুপ্রিম নির্দেশিকায় এবার অবিবাহিত মহিলাকরাও সমান অধিকার লাভ করলেন। পাশাপাশি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘বৈবাহিক ধর্ষণের বিষয়টিও মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি আইনের আওতায় আসতে পারে।’

উল্লেখ্য, আদালত ২৫ বছর বয়সি এক যুবতীর আবেদনের প্রেক্ষিতে এই মামলা শুনছিল। এর আগে সেই অবিবাহিত যুবতী দিল্লি হাই কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন ২৪ সপ্তাহে গর্ভাবস্থানে গর্ভপাত করানোর জন্য। তবে দিল্লি হাই কোর্ট সেই অনুমতি না দিয়ে যুবতীকে নির্দেশ দেয়, প্রয়োজনে সন্তান জন্ম দেওয়ার পর তা অন্য কাউকে দত্তক দেওয়া হোক। তবে সুপ্রিম কোর্ট আজ নির্দেশ দিল, অবিবাহিত হলেও সুরক্ষিত গর্ভপাত মহিলার অধিকার।

সুপ্রিম কোর্টের বক্তব্য, ‘অবিবাহিত মহিলাদের গর্ভপাতের অধিকার অস্বীকার করার কোনও ভিত্তি নেই। যখন এই একই কাজ অন্যান্য শ্রেণির মহিলারা করতে পারেন, তখন অবিবাহিত মহিলাদেরও এর অধিকার রয়েছে। একজন নারীর প্রজনন পছন্দের অধিকার সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে উল্লেখিত রয়েছে। তাঁর ব্যক্তিগত স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ প্রজননের ইচ্ছে। শারীরিক অখণ্ডতার একটি পবিত্র অধিকার রয়েছে তাঁর কাছে।’

বন্ধ করুন