বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on Pension Scheme: ২০১৪-র পেনশন স্কিম সংশোধনী নিয়ে বড় নির্দেশ SC-র, মুখে হাসি ফুটল কর্মচারীদের

Supreme Court on Pension Scheme: ২০১৪-র পেনশন স্কিম সংশোধনী নিয়ে বড় নির্দেশ SC-র, মুখে হাসি ফুটল কর্মচারীদের

২০১৪ সালের কর্মচারীদের পেনশন (সংশোধন) প্রকল্প... more

২০১৪ সালের কর্মচারীদের পেনশন (সংশোধন) প্রকল্প নিয়ে একটি বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এই সংশোধনীকে বৈধ আখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ১৫ হাজার টাকার সর্বোচ্চ সীমার বেশি আয়ের ক্ষেত্রেও পেশন স্কিমের সঙ্গে যুক্ত হতে পারবেন কর্মচারীরা। এই আবহে যে সরকারি কর্মচারীরা এই স্কিমের সঙ্গে যুক্ত হতে চান, তারা অতিরিক্ত খরচ না করেই আগামী চার মাসের মধ্যে তা করতে পারবেন বলে জানাল শীর্ষ আদালত।