বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on PG Admission: ৩ বছর পর বাতিল কলকাতা HC-র রায়, কোর্স শেষের মুখে সুপ্রিম নির্দেশে ভর্তি বাতিল ৮ ডাক্তারি পড়ুয়ার

SC on PG Admission: ৩ বছর পর বাতিল কলকাতা HC-র রায়, কোর্স শেষের মুখে সুপ্রিম নির্দেশে ভর্তি বাতিল ৮ ডাক্তারি পড়ুয়ার

সুপ্রিম নির্দেশে পিজি কোর্স শেষের মুখে ভর্তি বাতিল ৮ ডাক্তারি পড়ুয়ার।

সুপ্রিম নির্দেশে পিজি কোর্স শেষের মুখে ভর্তি বাতিল ৮ ডাক্তারি পড়ুয়ার। ২০১৯ সালে কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে এই ৮ জন এমবিবিএস ডাক্তার পিজি কোর্সে ভর্তি হয়েছিলেন।

২০১৯ সালে কলকাতা হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে ৮ জন এমবিবিএস ডাক্তার পিজি কোর্সে ভর্তি হয়েছিলেন। তবে সেই মামলায় হাই কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে ৮ ডাক্তারি পড়ুয়ার ভর্তি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট পড়ুয়াদের ভর্তির নির্দেশে স্থগিতাদেশ দিয়ে বলে, ‘ভর্তির জন্য মেধার ভিত্তি এবং সময় সীমার বিষয়টিকে ধর্তব্যে আনেনি হাই কোর্ট। তাই মৌলিকভাবে পড়ুয়াদের পিজি কোর্সে ভর্তি করার নির্দেশ সঠিক নয়।’

উল্লেখ্য, পড়ুয়াদের ভর্তির নির্দেশ বাতিল করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল। আবেদনকারীর দাবি, পরীক্ষা দিয়েও মেধার ভিত্তিতে পিজি কোর্সে ভর্তি হতে ব্যর্থ হয়েছিল আট মেডিক্যাল পড়ুয়া। ‘মপ রাউন্ডে’র পরও ফাঁকা থাকা আটটি আসনে ভর্তির দাবি জানিয়ে এরপর তারা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। কাউন্সিলের অভিযোগ, কাউন্সেলিংয়ের শেষ পর্বে অংশ নিয়েও ভর্তি হতে ব্যর্থ হয়েছিল এই আট পড়ুয়া।

কাউন্সিলের তরফে জানানো হয়, ২০১৯ সালে পিজি কোর্সে ভর্তি হওয়ার সময়সীমা ছিল ৩১ মে। আট পড়ুয়া সেই তারিখ পার হয়ে যাওয়ার পরে ভর্তির দাবি জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল। হাই কোর্ট প্রথমে একটি অন্তর্বর্তী আদেশের ভিত্তিতে তাদের অস্থায়ী ভর্তির অনুমতি দেয়। পরে তাদের নিয়মিত ছাত্র করে দেওয়ার নির্দেশ দেয়।

এদিকে এই আটজন ছাত্রের পক্ষে উপস্থিত হওয়া আইনজীবী সুপ্রিম কোর্টকে অনুরোধ করেন যাতে তাদের পরীক্ষায় বসতে দেওয়া হয়। আইনজীবী জানান, আট পড়ুয়ারই পিজি কোর্স শেষ হওয়ার পথে। এই প্রেক্ষিতে তাদের পড়াশোনা শেষ করতে এবং পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন জানানো হয় শীর্ষ আদালতের কাছে।

এদিকে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে পিজি মেডিকেল কোর্সে ভর্তির সময় সীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি শীর্ষ আদালত বলে যে হাই কোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশগুলি আইনত সঠিক নয়, কারণ মেধার বিষয়টিতে উপেক্ষা করেছে উচ্চ আদালত।

বন্ধ করুন