বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme court guided tour: ঘুরে দেখতে পারবেন সুপ্রিম কোর্টে, যাওয়া যাবে এজলাসে! কতক্ষণ খোলা? কীভাবে আবেদন?

Supreme court guided tour: ঘুরে দেখতে পারবেন সুপ্রিম কোর্টে, যাওয়া যাবে এজলাসে! কতক্ষণ খোলা? কীভাবে আবেদন?

নাগরিক, বিদেশি পর্যটকদের জন্য গাইডেড ট্যুরের অনুমতি SC-র, কীভাবে করা যাবে আবেদন (HT_PRINT)

গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (আদালত এবং ভবন) মহেশ টি পাটাঙ্কর একটি সার্কুলার জারি করেছেন। সার্কুলার অনুযায়ী, এখন সাধারণ মানুষ বা বিদেশি পর্যটকরা ঘোষিত ছুটির দিন ছাড়া প্রতিটি কর্মরত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্টে পরিদর্শন করতে পারবেন।

সাধারণ মানুষ ও বিদেশি পর্যটকদের জন্য সুপ্রিম কোর্টের দরজা খুলে দেওয়া হয়েছে। দেশের সাধারণ নাগরিকদের পাশাপাশি বিদেশি পর্যটকরা সুপ্রিম কোর্টের করিডোর পরিদর্শন করতে পারেন। এর ফলে তাঁরা দেশের শীর্ষ আদালতের বিশাল কাঠামো এবং ঐতিহাসিক গুরুত্ব ঘনিষ্ঠভাবে জানতে পারবেন। নির্দিষ্ট দিনে সাধারণ জনগণের জন্য ‘গাইডেড ট্যুর’-এর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: সংসদে মহিলাদের ৩৩% সংরক্ষণের আইনকে চ্যালেঞ্জ, মামলার আবেদন নিয়ে কী বলল SC?

গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার (আদালত এবং ভবন) মহেশ টি পাটাঙ্কর একটি সার্কুলার জারি করেছেন। সার্কুলার অনুযায়ী, এখন সাধারণ মানুষ বা বিদেশি পর্যটকরা ঘোষিত ছুটির দিন ছাড়া প্রতিটি কর্মরত শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্টে পরিদর্শন করতে পারবেন। সেক্ষেত্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১ টা, সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১টা, দুপুর ২ টো থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টে থেকে বিকেল ৫ টা পর্যন্ত সুপ্রিম কোর্ট পরিদর্শন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ে আধিকারিকরা জনসাধারণের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের ঐতিহাসিক গুরুত্বের বিভিন্ন বিভাগের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট পরিদর্শন করতে গেলে আগে থেকেই অনলাইনে সময় বুকিং করতে হবে। এরপর পর্যটকদের কমপ্লেক্সের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কিছু অংশের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। এই সফরে মানুষ এজলাস দেখারও সুযোগ পাবেন। পুরো কমপ্লেক্স পরিদর্শন করতে সাধারণত এক ঘণ্টা সময় লাগে।

দর্শনার্থীদের আদালতের চেম্বার এবং জাতীয় বিচার বিভাগীয় জাদুঘর ও আর্কাইভসও দেখানো হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দর্শনার্থীরা সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন কমপ্লেক্সে নতুন বিচারপতিদের লাইব্রেরি দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য, এই প্রথম নয় যে সাধারণ জনগণ এবং বিদেশি পর্যটকদের জন্য সুপ্রিম কোর্টে গাইডেড ট্যুরের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে সুপ্রিম কোর্ট প্রথম গাইডেড ট্যুরের অনুমতি দিয়েছিল। এ পর্যন্ত ২৯৬টি এই ধরনের গাইডেড ট্যুর পরিচালিত হয়েছে সুপ্রিম কোর্টে।

কীভাবে বুকিং করতে হবে?

বিজ্ঞপ্তি অনুযায়ী, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘গাইডেড ট্যুর’ লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে গেলেই একটি অনলাইন ফর্ম চলে আসবে। সেটি পূরণ করতে হবে। সেটি পূরণ হওয়ার পর সাবমিট করলে  এসএমএস বা ইমেলের মাধ্যমে বুকিং নিশ্চিত করতে হবে। আর এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে। 

জানা গিয়েছে, গাইডেড ট্যুরে একটি গ্রুপ ৪০ জন পর্যন্ত থাকতে পারবেন। নিরাপত্তার জন্য জামাকাপড়, ব্যাগ ইত্যাদি জমা করার কোনও ব্যবস্থা নেই। অসুবিধা এড়াতে, ন্যূনতম বা কোনও লাগেজ ছাড়াই আদালতে প্রবেশ করতে হবে। নিরাপত্তার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশের আগে সমস্ত পর্যটকদের তল্লাশি করা হবে। বলে রাখা ভালো যে এই পরিদর্শনের সময় ফটোগ্রাফি বা ক্যামেরা বা সেলফোন ব্যবহার নিষিদ্ধ। এই সময় খাদ্য সামগ্রী, পান, গুটখা, মোবাইল ফোন, ক্যামেরা, ব্যাকপ্যাক বা অন্য কোনও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যাওয়া যাবে না।

পরবর্তী খবর

Latest News

কলকাতা পুরসভায় বাংলায় নামফলক লিখছেন মেয়র পারিষদরা, ভাষার প্রতি ভালোবাসার নজির কয়লাখনি পর্যটন গড়ে তুলতে উৎসাহী কেন্দ্রীয় সরকার, বাংলা থেকে ইতিবাচক সাড়া মিলল জম্মু-কাশ্মীরের গ্রামে রহস্যজনক রোগের হানা! ৪৫ দিনে মৃত ১৬, কী জানা যাচ্ছে? মহারাজের সামনে হাঁটুগেড়ে বসে, বেলুড়মঠে গিয়ে কী বললেন রুক্মিণী? ‘…ভুল করলেই যদি’, সত্যি বলে সত্যি কিছু নেই এর সেটে ভয়ে ভয়ে থাকতেন সৌরসেনী! কেন মাছের মুড়ো মুখে নিয়ে পোজ, ফের মা হওয়ার আগে ২য় সাধ খেলেন মানসী SA20 2025: একই দিনে ১১ হাজারের শিখরে ফ্যাফ-মিলার, ইতিহাস ডেভিডের বাথরুমে পোশাক বদলানোর ভিডিয়ো হয় ফাঁস! উর্বশীর সাফাই- 'নয়তো দেনার দায়ে পথে বসতো’ ১৪৪ বছরে আসে এই রকম সংযোগ! মহাকুম্ভ প্রসঙ্গে সদগুরু কী বলছেন দেখে নিন ঘাড়ে চোট,রেলওয়েজ ম্যাচেও অনিশ্চিত বিরাট? অধিনায়ক হতে চাইলেন না পন্ত,কিন্তু কেন?

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.