নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মক্কেলের জামিনের আবেদনে বারবার 'সম্মতিসূচক সম্পর্ক' লেখার জন্য এক আইনজীবীকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট।
'আবেদনটি পড়ার পর আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এসএলপিতে (স্পেশাল লিভ পিটিশন) অন্তত ২০ বার 'সম্মতিসূচক সম্পর্ক' লিখেছেন। মেয়েটির বয়স কত? বিচারপতি সূর্য কান্তকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘আপনি পিটিশনে নিজেই বলেছেন যে সে নাবালিকা ছিল।’
বেঞ্চ আইনজীবীর কাছে সরাসরি এই বিষয়টি জানিয়ে দিতে চেয়েছে যে নাবালক হলে সম্মতি গুরুত্বপূর্ণ নয়।
প্রতিটি অনুচ্ছেদে আপনি লিখেছেন 'সম্মতিসূচক সম্পর্ক'। সম্মতিসূচক সম্পর্ক বলতে কী বোঝাতে চান? আপনি আইনের এবিসিডি জানেন না ... বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের সঙ্গে বেঞ্চে থাকা বিচারপতি কান্ত বলেন, 'আপনারা কেন এসএলপি ফাইল করছেন?"
বেঞ্চের প্রশ্ন, ‘আপনি কি এওআর (অ্যাডভোকেট-অন-রেকর্ড)?’
এওআরএস হ'ল আইনজীবী যারা সুপ্রিম কোর্টে মামলা এবং আবেদন দায়ের করার জন্য অনুমোদিত। শীর্ষ আদালত আইনজীবীদের জন্য এওআর পরীক্ষা পরিচালনা করে।
'এরা কীভাবে (এওআরের জন্য) যোগ্যতা অর্জন করছে? আপনি মৌলিক আইন জানেন না... আপনি ২০ বার বলেছেন 'সম্মতিসূচক সম্পর্ক'... কাল আপনি বলবেন, আট মাসের বাচ্চার সঙ্গে সম্মতিসূচক সম্পর্ক ছিল।
আইনজীবী বেঞ্চের কাছে ক্ষমা চেয়েছিলেন, পরে জামিনের আবেদনের বিষয়ে পুলিশ ও অন্যান্যদের নোটিশ জারি করা হয়েছিল।
'অ্যাসিড আক্রান্তরা রাজ্যের আইনি পরিষেবার দ্বারস্থ হতে পারেন', সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার শীর্ষ আদালত জানিয়েছে, অ্যাসিড আক্রান্তরা ক্ষতিপূরণ পেতে দেরি হলে সংশ্লিষ্ট রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হতে পারেন।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মুম্বইয়ের স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসিড সারভাইভারস সাহাস ফাউন্ডেশনের আইনজীবীর বক্তব্য নোট করে বলেছে, এই ধরনের ক্ষতিগ্রস্তদের পক্ষে মহারাষ্ট্র কর্তৃপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়া কঠিন হয়ে পড়ছে।
প্রধান বিচারপতি বলেন, 'রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের (এসএলএসএ) সঙ্গে যোগাযোগ করুন।
বেঞ্চ আরও বলেছে, ক্ষতিপূরণ দিতে দেরি হলে ক্ষতিগ্রস্তরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে যেতে পারবে।
(পিটিআই ইনপুট সহ)