বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court Language: ‘আপনার ভাষা বুঝতে পারছি না’, হিন্দিতে সওয়াল করা মামলাকারীকে বললেন সুপ্রিম বিচারপতি

Supreme Court Language: ‘আপনার ভাষা বুঝতে পারছি না’, হিন্দিতে সওয়াল করা মামলাকারীকে বললেন সুপ্রিম বিচারপতি

ফাইল ছবি, সৌজন্যে পিটিআই

মামলাকারী হিন্দিতে সওয়াল করছিলেন। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফ এবং হৃষিকেশ রায়ের বেঞ্চ বলল, ‘এই আদালতের ভাষা ইংরেজি, আপনার কথা বুঝতে পারছি না।’

মামলাকারী হিন্দিতে সওয়াল করছিলেন। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি কেএম জোসেফ এবং হৃষিকেশ রায়ের বেঞ্চ বলল, ‘এই আদালতের ভাষা ইংরেজি, আপনার কথা বুঝতে পারছি না।’ শুক্রবার শুনানি চলাকালীন মমালাকারী শঙ্করলাল শর্মার উদ্দেশে বিচারপতি জোসেফ বলেন, ‘আমরা মামলার ফাইলটি পড়েছি। এটি একটি অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আপনি কী বলছেন তা আমরা বুঝতে পারছি না।’

প্রসঙ্গত, বৃদ্ধ শঙ্করলালের মামলার শুনানি শুরু হতেই এদিন তিনি হিন্দিতে সওয়াল করতে শুরু করেন এজলাসে। এদিকে বিচারপতিরা ইংরেজিতে কী বলছিলেন, তা বুঝতে পারছিলেন না মামলাকারী শঙ্করলাল। এই আবহে বিচারপতি জোসেফ তাঁকে জানান, আদালতের ভাষা ইংরেজি, তাই কাজের ক্ষেত্রে সরকারি ভাবে সেই ভাষাই ব্যবহার করতে হবে। পাশাপাশি মামকারীকে আদালতের তরফে বলা হয়, ‘আপনি যদি চান, আমরা আপনাকে একজন আইনজীবী দিতে পারি, যিনি আপনার হয়ে মামলা সওয়াল-জবাব করবেন।’

এররকই শঙ্করলালের হয়ে সওয়াল করতে আসেন অতিরিক্ত সলিসিটর জেনারেল মাধবী দিওয়ান। আদালত কী বলছে, সেই বিষয়টি হিন্দিতে অনুবাদ করে শঙ্করলালকে বুঝিয়ে দেন তিনি। পরে আইনজীবী নিয়োগে সম্মত হন আবেদনকারী। এজলাসে শঙ্করলালের পিছনেই বসেছিলেন এক আইনজীবী। বেঞ্চ তাঁকে প্রশ্ন করে, তিনি কি শঙ্করলালকে সাহায্য করতে পারবেন? ওই আইনজীবী রাজি হন। ওই আইনজীবীকে মামলার ফাইল দেখার নির্দেশ দিয়ে আগামী ৪ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করে শীর্ষ আদালত।

বন্ধ করুন