বাংলা নিউজ > ঘরে বাইরে > ৮৪দিনের আগেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে? যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

৮৪দিনের আগেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে? যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

দুটি ডোজের মধ্যে ব্যবধান কমানোর আবেদন করেছিল কেরলের কোম্পানি। ফাইল ছবি : এএনআই (Pappi Sharma/ANI)

কেরলের একটি বস্ত্র প্রস্তুতকারক সংস্থা প্রথমে কেরল হাইকোর্টে আবেদন জানিয়েছিল যে প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহের ব্য়বধানে তারা কর্মীদের দ্বিতীয় ডোজ দিতে চাইছে।

দুটি ভ্যাকসিন নেওয়ার মধ্যে ৮৪দিনের ব্যবধানের নিয়ম বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে একটি কোম্পানি সম্প্রতি তাদের কর্মীদের প্রথম ভ্যাকসিন দেওয়ার কিছুদিনের মধ্যে দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল। কিন্তু শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে দুটি ভ্যাকসিনের মধ্যে ৮৪দিনের যে ব্যবধান রাখার কথা সেটি সরকারি পলিসির ব্যাপার। এটা পরিবর্তন করা যাবে না।

এদিকে কেরলের একটি বস্ত্র প্রস্তুতকারক সংস্থা প্রথমে কেরল হাইকোর্টে আবেদন জানিয়েছিল যে প্রথম ডোজের তিন থেকে চার সপ্তাহের ব্য়বধানে তারা কর্মীদের দ্বিতীয় ডোজ দিতে চাইছে। তবে কেরল হাইকোর্ট গত ৩রা ডিসেম্বর সেই আবেদন নাকচ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই সংস্থা। তাদের দাবি ছিল কাজের জন্য যে ভারতীয়রা বিদেশে যাচ্ছেন তাদের এই ব্যবধান রাখা হচ্ছে না। কিন্তু এদেশের কর্মরতরা সেই সুবিধা পাচ্ছে না।

তবে বিচারপতি ধনঞ্জন ওয়াই চন্দ্রচূড় ও সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বৈজ্ঞানিক পর্যালোচনার পর এই পলিসি তৈরি হয়েছে। যদি কোনও জাতীয় পলিসি নির্ধারিত হয় তবে তা সকলকেই মানতে হবে। এদিকে কোম্পানির দাবি প্রতি মাসেই নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিন্তু তাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দুটি ভ্যাকসিনের মধ্য়ে সময়ের ব্যবধান কমিয়ে দেওয়া হলে কর্মীদের সুবিধা হবে। 

 

বন্ধ করুন