বাংলা নিউজ > ঘরে বাইরে > SC on Manish Sisodia: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মণীশ সিসোদিয়ার! আবগারী নীতি বিষয়ক দুর্নীতি মামলায় জামিনের মামলা খারিজ

SC on Manish Sisodia: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মণীশ সিসোদিয়ার! আবগারী নীতি বিষয়ক দুর্নীতি মামলায় জামিনের মামলা খারিজ

মণীশ সিসোদিয়া। (PTI Photo)(PTI02_27_2023_000204A) (PTI)

মণীশ সিসোদিয়াকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপরই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মণীশ। তবে সেখান থেকেও আম আদমি পার্টির নেতার সিসোদিয়ার বিরুদ্ধে আসে বড় ধাক্কা। মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সদ্য রবিবার দিল্লির আবগারী নীতি ঘিরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে সিবিআই। তারপর তাঁকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। এরপরই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মণীশ। তবে সেখান থেকেও আম আদমি পার্টির নেতার সিসোদিয়ার বিরুদ্ধে আসে বড় ধাক্কা। মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মণীশ সিসোদিয়ার আইনজীবী অভিষেক মনু সিংভিকে আদালত জানিয়েছে, এই আবেদন নিয়ে হাইকোর্টে যেতে। সেখানেই যা আইনত পদ্ধতি রয়েছে, তা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে মণীশ সিসোদিয়ার পক্ষের আইনজীবীকে। প্রসঙ্গত, দিল্লির আবগারী নীতি সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে মণীশের বিরুদ্ধে। সেই নীতি যদিও এই মুহূর্তে লাগু নেই। তবে, সদ্য সেই মামলায় মণীশ সিসোদিয়াকে ম্যারাথন জেরা করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাদের একাধিক প্রশ্নের সঠিক উত্তর না মেলায় মণীশকে গ্রেফতার করেছে তারা। উল্লেখ্য, এর আগে দিল্লির  রাউস অ্যাভিনিউ কোর্ট মণীশ সিসোদিয়াকে ৪ মার্চ পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয়। আম আদমি পার্টির এই নেতাকে ১২০ বি(অপরাধমূলক ষড়যন্ত্র ) , ৪৭৭এ (প্রতারণার চেষ্টা) সংক্রান্ত একাধিক অভিযোগে গ্রেফতার করেছে। সিবিআইয়ের দাবি, তাদের প্রশ্নের জবাব এলোমেলোভাবে দিচ্ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তার জেরেই তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে সিবিআই বলে জানানো হয়।(সিসোদিয়ার গ্রেফতারি কি বিরোধী ঐক্যকে মাইলেজ দিচ্ছে? রাজনৈতিক ঘটনাক্রম একনজরে)

প্রসঙ্গত, দিল্লির আবগারী নীতি মামলায় মণীশের বিরুদ্ধে কিছু ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার বদলে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের জেরেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মণীশ সমেত ১৪ জন আম আদমি পার্টির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে অভিযোগ। মামলায় রবিবার ৯ ঘণ্টা ধরে মণীশ সিসোদিয়াকে দেরা করে সিবিআই। তারপরই দিল্লির উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে সাহায্য না করার অভিযোগ ওঠে, সেই অভিযোগে তাকে গ্রেফতার করে সিবিআই।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

বন্ধ করুন