বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court on GST Tribunal: ‘৩ মাসের মধ্যে পদক্ষেপ করুন’, GST ট্রাইব্যুনাল নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ SC-র

Supreme Court on GST Tribunal: ‘৩ মাসের মধ্যে পদক্ষেপ করুন’, GST ট্রাইব্যুনাল নিয়ে কেন্দ্রকে বড় নির্দেশ SC-র

প্রতীকী ছবি

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘জিএসটি ট্রাইব্যুনালের কাজকর্ম সম্পূর্ণভাবে কাগজবিহীন হওয়া উচিত।’

হাই কোর্ট, CESTAT, ITAT এবং বিশেষত GST ট্রাইব্যুনালের মতো বিশেষ ফোরামে রাজস্ব সংক্রান্ত মামলা করার সময় যেন ই-ফাইলিং মোডটি কঠোরভাবে অনুসরণ করা হয়, সোমবার কেন্দ্রকে এমনটাই বলল সুপ্রিম কোর্ট। কেন্দ্রের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল বলবীর সিংকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘জিএসটি ট্রাইব্যুনালের কাজকর্ম সম্পূর্ণভাবে কাগজবিহীন হওয়া উচিত।’ সুপ্রিম বেঞ্চটি একটি রাজস্ব আপিল সংক্রান্ত মামলা বিবেচনা করার সময় এই পর্যবেক্ষণ করেন প্রধান বিচারপতি।

রাজস্ব আপিল দায়ের করার ক্ষেত্রে বিলম্ব কমানোর দাবি জানিয়ে মামলার শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেই সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করে এটা নিশ্চিত করতে হবে যাতে হাই কোর্ট এবং CESTAT, ITAT-এর মতো রাজস্ব ট্রাইব্যুনালে মামলা এবং আপিল ফাইল করার প্রক্রিয়া পুরোপুরি ই-ফাইলিং মাধ্যমে হয়।’ শীর্ষ আদালত বলে, সরকারকে তিন মাসের মধ্যে ই-ফাইলিংকে সর্বজনীন করতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ অগস্ট শীর্ষ আদালত একটি কমিটি গঠন করেছিল। রাজস্ব আইনের অধীনে গঠিত ট্রাইব্যুনালের সাথে জড়িত মামলাগুলি যথাযথভাবে পর্যবেক্ষণ করার জন্যই সেই কমিটি গঠন করেছিল সুপ্রিম কোর্ট। প্রযুক্তির সাহায্যে যাতে সর্ব স্তরে নির্বিঘ্নে কাজ চলে, তা নিশ্চিত করাই এই কমিটির দায়িত্ব ছিল। প্রধান বিচারপতি এই আবহে বলেন, ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি উপরোক্ত লক্ষ্য (জিএসটি ট্রাইব্যুনালের কাগজবিহীন কার্যক্রম) অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কাজ এগিয়ে নিয়ে যাবে যাতে ৩ মাসের মধ্যে ই-ফাইলিং প্রক্রিয়াকে সর্বজনীন করা যায়।’

বন্ধ করুন