এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবের এক বিতর্কিত মন্তব্যে এবার পড়ছে 'সুপ্রিম' নজর। সদ্য, বিশ্ব হিন্দু পরিষদের এক অনুষ্ঠানে বিচারপতি শেখর কুমার যাদবের মন্তব্য নিয়ে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। এই ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের থেকে বিস্তারিত জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত।
সদ্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব বলেন, দেশ সংখ্যাগুরুর ইচ্ছাতে চলবে। তিনি বিশ্ব হিন্দু পরিষদের সভায় বিচারপতি শেখর কুমার যাদব বলেন,' এটা বলতে আমার কোন দ্বিধা নেই যে এটা হিন্দুস্তান, এবং এই দেশ এখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠদের ইচ্ছা অনুযায়ী চলবে। এটাই আইন।… আইন সংখ্যাগরিষ্ঠের হিসাবেই চলে। এটাকে পরিবার বা সমাজের প্রেক্ষিতে দেখতে গেলে সেটাই করা হবে যা সংখ্যাগরিষ্ঠের জন্য কল্যাণকর।' এই অনুষ্ঠানে বিচারপতি দীনেশ পাঠকও উপস্থিত ছিলেন। সেখানে কারও নাম না করে শেখর যাব বলতে থাকেন,' একাধিক স্ত্রী রাখা, তিন তালাক, হালালের মতো প্রথা মানা যায় না। কেউ বলতেই পারেন যে আমাদের ব্যক্তিগত আইন, তবে এগুলো মানা হবে না। আপনি মহিলাদের অপমান করতে পারেন না। আমাদের শাস্ত্র ও বেদে মহিলারা দেবী হিসাবে পূজিত হন।' উল্লেখ্য, তিনি ইউসিসির সমর্থনে জোরালো বার্তা দিয়েছেন বলে বহু রিপোর্টের দাবি।
এদিকে, সুপ্রিম কোর্ট, শেখর কুমার যাদবের মন্তব্যের প্রেক্ষিতে বলেছে, ‘সংবাদপত্রে আসা এলাহাবাদ হাইকোর্টের বর্তমান বিচারপতি শেখর কুমার যাদবের ভাষণে নজর রেখেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টের থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে এই বিষয়টিতে।’ উল্লেখ্য, গত ৮ ডিসেম্বরের ওই অনুষ্ঠানে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কপমার যাদবের বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতেই এই বক্তব্য সামনে আসে সুপ্রিম কোর্টের তরফে। তিনি ইভিন্ন দেওয়ান বিধি বা ইউসিসির সপক্ষে জোরালোভাবে সরব হন। অভিন্ন দেওয়ান বিধির সমর্থনে গলা চড়িয়ে তিনি বলেন, এটি সামাজিক ঐক্য, লিঙ্গের সমানাধিকার, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের ভিত্তিতে অসাম্য আইন ব্যবস্থার বিরোধী।