বাংলা নিউজ > ঘরে বাইরে > SC slams Gujarat Police: ছত্রে ছত্রে শান্তির বার্তা, সেই কবিতা পোস্ট করাতেই FIR! গুজরাট পুলিশকে তীব্র ভর্ৎসনা আদালতের

SC slams Gujarat Police: ছত্রে ছত্রে শান্তির বার্তা, সেই কবিতা পোস্ট করাতেই FIR! গুজরাট পুলিশকে তীব্র ভর্ৎসনা আদালতের

সুপ্রিম কোর্ট (ফাইল ছবি)

যাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছিল, তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাগড়ি। শীর্ষ আদালতের প্রশ্ন, যে কবিতা আদ্যন্ত অহিংসার বার্তা দেয়, সেই কবিতা পোস্ট করার জন্য কীভাবে কারও বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ করা যেতে পারে?

যে কবিতার ছত্রে ছত্রে রয়েছে শান্তির বার্তা, সেই কবিতা সোশাল মিডিয়ায় পোস্ট করার 'অপরাধে' এক কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল বিজেপি শাসিত গুজরাটের করিৎকর্মা পুলিশ! আর, তার জেরেই শীর্ষ আদালতে মুখ পুড়ল তাদের। গুজরাট পুলিশের এহেন আচরণ দেখে তাদের তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ।

সোমবারের এই ঘটনায় নিরপেক্ষভাবে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, যাঁর বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছিল, তিনি কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ইমরান প্রতাগড়ি। শীর্ষ আদালতের প্রশ্ন, যে কবিতা আদ্যন্ত অহিংসার বার্তা দেয়, সেই কবিতা পোস্ট করার জন্য কীভাবে কারও বিরুদ্ধে ফৌজদারি আইনে পদক্ষেপ করা যেতে পারে?

উল্লেখ্য, এই ঘটনায় আগেই গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান। তাঁর দাবি ছিল, সংশ্লিষ্ট এফআইআর-টি খারিজ করতে হবে। কিন্তু, গুজরাট হাইকোর্ট তা করতে অস্বীকার করে এবং উলটে ইমরানের আবেদনই খারিজ করে দেয়।

এরপর হাইকোর্টের এই অবস্থানকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই কংগ্রেস সাংসদ। সোমবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে।

আবেদনকারীর বক্তব্য জানার পর এবং যে কবিতা নিয়ে এত বিতর্ক, সেটির মর্মার্থ বোঝার পর শীর্ষ আদালত এই ঘটনায় গুজরাট পুলিশের পাশাপাশি গুজরাট সরকারকেও ধিক্কার জানায়। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, গুজরাট সরকার পর্যন্ত ওই কবিতার প্রকৃত অর্থ অনুধাবন করতে এবং তার প্রশংসা করতে ব্যর্থ হয়েছে।

এদিন এই মামলায় গুজরাট সরকারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী স্বাতী গিলদিয়াল। বিচারপতি ওকা তাঁকে উদ্দেশ করে বলেন, 'দয়া করে এই কবিতাটি দেখুন। হাইকোর্ট এই কবিতার অর্থই অনুধাবন করতে পারেনি। এটি আদতে একটি কবিতাই। এই কবিতা কোনও ধর্মের বিরুদ্ধাচরণ নয়।...'

সংশ্লিষ্ট বেঞ্চের পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা হয়, এই কবিতায় কোথাও কোনও ধর্ম বা সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করা হয়নি। বস্তুত, এই কবিতায় আদতে শান্তির বার্তা দেওয়া হয়েছে।

বেঞ্চের পক্ষ থেকে বলা হয়, 'এই কবিতায় পরোক্ষভাবে বলা হয়েছে, যদি কেউ হিংসায় জড়িয়ে পড়েন, তাহলেও আমরা হিংসা ছড়াব না। এটাই একমাত্র বার্তা, যেটা এই কবিতার মাধ্যমে দেওয়া হয়েছে। এই কবিতায় মোটেও কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধাচরণ করা হয়নি।'

এই মামলায় গুজরাট হাইকোর্টের অবস্থানের প্রতি তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন ইমরানের আইনজীবী কপিল সিবল। তিনি সরাসরি অত্যন্ত কঠোর ভাষায় বলেন, গুজরাট হাইকোর্টের 'সংশ্লিষ্ট বিচারপতিই আইন লঙ্ঘন করেছেন। আর সেটাই আমার কাছে উদ্বেগের বিষয়।'

যদিও এদিন এই মামলায় কোনও রায় ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট। বদলে মামলাটি তিন সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজ্যের আইনজীবীকে বলা হয়েছে, 'দয়া করে আপনার মাথা ব্যবহার করে এই কবিতার মর্মার্থ অনুধাবন করুন। হাজার হোক, সৃষ্টিশীলতাও সমান গুরুত্বপূর্ণ।'

পরবর্তী খবর

Latest News

প্রথমে চাননি আসতে, অবশেষে ‘খতরো কে খিলাড়ি’ কাঁপাতে আসছেন এই ‘বিগ বস’ প্রতিযোগী পোশাকেরও রঙেই দেখাবে স্লিম! কেনার সময় খেয়াল রাখুন এই ৭ রঙা টিপস বিজ্ঞাপন দিয়ে টেন্ডার প্রত্যাহার, মেট্রোতে নিয়োগ হবে না বেসরকারি অপারেটর ‘জালি হিন্দুদের অস্তিত্ব ফাঁস করব’ জগন্নাথ মন্দির নিয়ে সমাবেশের ডাক শুভেন্দুর বিশ্বের সবচেয়ে দামি চায়ের দাম শুনলে অবাক হবেন আইপিএল ম্যাচে ইডেন গার্ডেন্স চত্বরে যানবাহন নিয়ন্ত্রণ বিধি, জানুন ট্রাফিক আপডেট নতুন করে গজাবে চুল, বন্ধ হবে পড়া, একবার লাগিয়ে দেখুন পালং শাকের এই হেয়ার প্যাক দেখতে সহজ, কিন্তু কষতে গিয়ে কুপোকাত অনেকেই, নেটদুনিয়ায় ভাইরাল অঙ্কের এই ধাঁধা প্রেরণা নয়, অনুরাগের ছোঁয়া-খ্যাত অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন সৈকত! কে 'বলিউড তারকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশকে?

IPL 2025 News in Bangla

শহরে পা দিয়েই রিঙ্কুকে চুমু শাহরুখের,ক্যাপ্টেন রাহানেকে দিলেন বিশেষ বার্তা-Video রোহিতকে বিদ্রুপ করে ভিডিয়ো পোস্ট PSL ফ্র্যাঞ্চাইজির, ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা সকালেই এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা, ভেস্তে যাবে না তো ইডেনের IPL মহারণ? IPL শুরুর আগে রমণদীপকে বাঙালিদের মন জেতার টিপস মিস দত্তর! ঘুষ হিসেবে চাইলেন কী? এল ক্লাসিকোয় কি একতরফা চাপ থাকে? বন্দুকের নল KKR-এর দিকেই ঘুরিয়ে দিলেন RCB কোচ IPL 2025 শুরুর আগে দেখুন সঞ্জুর নেতৃত্বাধীন রাজস্থানের সম্পূর্ণ স্কোয়াড ও সূচি অধিনায়ককে ভুলল KKR, টিম বাস মিস করে পড়িমরি করে ছুটলেন রাহানে, ভিডিয়ো হল ভাইরাল ইডেনে তারকা খচিত IPL-এর উদ্বোধন,কলকাতার হাত ধরে মুখোমুখি হবেন শাহরুখ-প্রিয়াঙ্কা? ‘বাদশাময়’ কলকাতায় এলেন শাহরুখ!IPL-র বোধনে ইডেনে কখন কে পারফর্ম করবেন? রইল তালিকা ইডেনের পিচে কোহলি ঝড় উঠবে,নাকি তান্ডব চালাবেন বরুণরা?প্রথমে ব্যাটিং নাকি বোলিং?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.