রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। তার আগেই বড় খবর সামনে চলে এল। এবার সুপ্রিম কোর্টে আইনজীবী বদল করল রাজ্য সরকার। এতদিন রাজ্য সরকারের আইনজীবী ছিলেন আস্থা শর্মা। এবার তাঁর জায়গায় দেশের সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন আইনজীবী কুণাল মিমানি। আজ, শনিবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে এই আইনজীবী বদলের কথা জানিয়েছে। আর ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন কুণাল মিমানি। দীর্ঘ ১১ বছরের অভিজ্ঞতা রয়েছে কুণাল মিমানির। গুজরাট ন্যাশনাল ল’ ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনা করেছেন কুণাল।
এদিকে ওই বিজ্ঞপ্তি সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমতি নিয়েই সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট অন রেকর্ড পরিবর্তন করা হল। এতদিন আস্থা শর্মাকেই রাজ্য সরকারের হয়ে নানা মামলায় সওয়াল করতে দেখা গিয়েছে সুপ্রিম কোর্টে। এমনকী আরজি কর হাসপাতাল কাণ্ডের মামলাতেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন আস্থা শর্মা। তবে ঠিক কী কারণে আস্থা শর্মাকে সরানো হল সেটা এখনও স্পষ্ট নয়। রাজ্য সরকার এই ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি।
আরও পড়ুন: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আগ্নেয়াস্ত্র–সহ গ্রেফতার ৭, কুলটির নিষিদ্ধপল্লি তোলপাড়
অন্যদিকে এবার নতুন এই দায়িত্বে দেখা যাবে আইনজীবী কুণাল মিমানিকে। দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনের হয়ে সওয়াল করারও অভিজ্ঞতা রয়েছে কুণাল মিমানির। তবে আস্থা শর্মা থাকা সত্ত্বেও কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিকে রাজ্য সরকারের নানা মামলায় দেখা গিয়েছিল। বিশেষ করে ইডি–সিবিআইয়ের বাড়বাড়ন্ত যখন দেখা গিয়েছিল তখন বিশিষ্ট আইনজীবীদের দেখে গিয়েছিল। এমনকী ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ক্ষেত্রেও অভিষেক মনু সিংভিকে দেখা গিয়েছিল।
এছাড়া আরজি কর হাসপাতাল মামলায় বড় কোনও দাগ কাটতে পারেননি আইনজীবী আস্থা শর্মা। তাই তাঁকে সরিয়ে দেওয়া হল বলে অনেকে মনে করছেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস ইউনিটের হয়ে আদালতে সওয়াল করেছেন কুণাল মিমানি। শুধু সুপ্রিম কোর্টেই নয়, দেশের নানা আদালতে মামলা লড়ে সাফল্য পেয়েছেন কুণাল মিমানি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের হয়ে সওয়াল করেছেন দেশের নানা আদালতে। সুতরাং কুণাল মিমানিই এবার থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করবেন।