বাংলা নিউজ > ঘরে বাইরে > একজন ছাত্র সংক্রামিত হলেই দায় রাজ্যের, অফলাইনের পরীক্ষায় স্থগিতাদেশ আদালতের

একজন ছাত্র সংক্রামিত হলেই দায় রাজ্যের, অফলাইনের পরীক্ষায় স্থগিতাদেশ আদালতের

দেশ জুড়ে এখনও চলছে করোনার দাপট। ফাইল ছবি : রয়টার্স  (Reuters)

৬ই সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সংক্রণের আশঙ্কার কথা মাথায় রেখে কেরলে অফলাইনে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পাশাপাশি কমবয়সী পড়ুয়াদের এত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার আগে কী ধরনের বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ করা হয়েছে সেটাও রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। Justice AM Khanwilkar, Hrishikesh Roy, CT Ravikumar এর বেঞ্চের মন্তব্য, ‘কেরলে রোজ ৩০ হাজার সংক্রমণের ঘটনা সামনে আসছে। উদ্বেগজনক পরিস্থিতি কেরলে। বর্তমান পরিস্থিতি এই কমবয়সীদের এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া ঠিক নয়।’

 

আইনজীবী এ রসুলসান গত ২৭শে অগস্ট এই ইস্যুতে নিম্ন আদালতে পরাজিত হয়েছিলেন। এরপর পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে ৬ই সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। একাদশ শ্রেণির অফলাইনে পরীক্ষা নেওয়ার আগে বোর্ড পরিস্থিতিটাকে সিরিয়াসলি নেয়নি বলে আবেদনকারীর তরফে দাবি করা হয়েছিল। এদিকে ১৩ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারেও আদালতের তরফে বলা হয়েছে।

এদিকে গত এপ্রিলে দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইনে পরীক্ষা সাফল্যের সঙ্গে নেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছিল রাজ্য সরকার। তবে আদালত প্রশ্ন তুলেছে, ‘একজনও সংক্রামিত হবে না এই নিশ্চয়তা কি দিতে পারবেন? যদি একটি সংক্রমণের ঘটনাও হয় তবে আমরা কিন্তু আপনাদের দায়ী করব।’ রাজ্যকে জানিয়েছে আদালত। 

 

কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সংক্রণের আশঙ্কার কথা মাথায় রেখে কেরলে অফলাইনে একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার থেকে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পাশাপাশি কমবয়সী পড়ুয়াদের এত ঝুঁকির মধ্যে ফেলে দেওয়ার আগে কী ধরনের বিজ্ঞানসম্মত পর্যবেক্ষণ করা হয়েছে সেটাও রাজ্যের কাছে জানতে চেয়েছে আদালত। Justice AM Khanwilkar, Hrishikesh Roy, CT Ravikumar এর বেঞ্চের মন্তব্য, কেরলে রোজ ৩০ হাজার সংক্রমণের ঘটনা সামনে আসছে। উদ্বেগজনক পরিস্থিতি কেরলে। বর্তমান পরিস্থিতি এই কমবয়সীদের এভাবে ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া ঠিক নয়।

আইনজীবী এ রসুলসান গত ২৭শে অগস্ট এই ইস্যুতে নিম্ন আদালতে পরাজিত হয়েছিলেন। এরপর পরীক্ষার স্থগিতাদেশ চেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিকে ৬ই সেপ্টেম্বর থেকে ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল। একাদশ শ্রেণির অফলাইনে পরীক্ষা নেওয়ার আগে বোর্ড পরিস্থিতিটাকে সিরিয়াসলি নেয়নি বলে আবেদনকারীর তরফে দাবি করা হয়েছিল। এদিকে ১৩ই সেপ্টেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার ব্যাপারেও আদালতের তরফে বলা হয়েছে।

এদিকে গত এপ্রিলে দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইনে পরীক্ষা সাফল্যের সঙ্গে নেওয়া হয়েছে বলে আদালতে জানিয়েছিল রাজ্য সরকার। তবে আদালত প্রশ্ন তুলেছে, একজনও সংক্রামিত হবে না এই নিশ্চয়তা কি দিতে পারবেন। যদি একটি সংক্রমণের ঘটনাও হয় তবে আমরা কিন্তু আপনাদের দায়ী করব। রাজ্যকে জানিয়েছে আদালত। 

|#+|

 

 

 

 

 

 

 

 

 

 

ঘরে বাইরে খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.