বাংলা নিউজ > ঘরে বাইরে > নির্যাতন রুখতে পশু-পাখির আইনি পরিচয় স্বীকৃতির আর্জি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট

নির্যাতন রুখতে পশু-পাখির আইনি পরিচয় স্বীকৃতির আর্জি খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতকে আবেদনকারী সংস্থা জানায়, বেঁচে থাকার অধিকার পশুদেরও প্রাপ্য।

পশু নির্যাতন দমন আইন কার্যকর করার উদ্দেশে আবেদনটি নিয়ে চিন্তাভাবনা করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চ।

আইনে পশু-পাখিদের ব্যক্তি বিশেষ হিসেবে গণ্য করা যায় কি না, তা নির্ধারণ করতে বুধবার উদ্যোগ নিল সুপ্রিম কোর্ট। পশু নির্যাতন বিরোধী এক এনজিও-র জনস্বার্থ মামলার ভিত্তিতে এই বিষয়ে অগ্রসর হয়েছে শীর্ষ আদালত। 

উল্লিখিত এনজিও-র সম্পাদক দেবেশ সাক্সেনা জানান, ‘পশু-পাখিকে প্রাণী নয়, সব সময় সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। পশু জগতের প্রতি বেঁচে থাকার অধিকার ন্যস্ত করার উদ্দেশে তাদের আইনি পরিচিতি প্রয়োজন। পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধ করতেই ১৯৬০ সালের পশু নির্যাতন দমন আইন মেনে এই ব্যবস্থা চালু করা জরুরি। বর্তমানে পশু নির্যাতনের অপরাধ প্রমাণিত হলে দোষীর মাত্র ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত জরিমানা হয়, যা এ ধরনের অপরাধ বন্ধ করার জন্য কোনও বাধাই তৈরি করতে পারে না।’ 

এ দিন প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও শেষ পর্যন্ত প্রধান বিচারপতি আবেদনকারী সংস্থার সম্পাদক সাক্সেনার কাছে জানতে চান, ‘আপনি কি বলতে চাইছেন, আপনার কুকুর আর আপনি নিজে সমগোত্রীয়? তাদের আইনি পরিচয় দিলে তাদেরও মামলা লড়ার অধিকার থাকবে, এমনই চাইছেন?’

জবাবে সাক্সেনা বলেন, ‘পশু-পাখিদেরও মন রয়েছে। তারাও অনুভূতি সম্পন্ন প্রাণী। ২০১৯ সালে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট এবং ২০১৮ সালে উত্তরাখণ্ড হাই কোর্ট তাদের আইনি পরিচয় স্বীকার করেছে।’

এর পর ১৯৬০ সালের আইন কার্যকর করার উদ্দেশে আবেদনটি নিয়ে চিন্তাভাবনা করবে বলে জানায় সুপ্রিম কোর্ট বেঞ্চ। 

এ দিনের শুনানি শেষ হলে শীর্ষস্থানীয় আইনজীবী হরিশ সালভে বেঞ্চকে জানান, সংবিধানের ২১ নম্বর ধারায় পশু-পাখিদের আইনি পরিচয়ের বিষটিকে মান্যতা দেওয়া যায়। আইনের নির্দেশ ছাড়া বেঁচে থাকার অধিকার তাদেরও প্রাপ্য।

তাঁর কথা শুনে বেঞ্চ জানায়, ‘আপনাকে আদালতের বন্ধু (amicus curiae ) হিসেবে নিয়োগ করা হবে।’ 

আবেদনকারী সংস্থা শুনানিতে সাম্প্রতিক বেশ কিছু পশু নির্যাতনের ঘটনা আদালতের কাছে পরিবেশন করে। এর মধ্যে রয়েছে গত মে মাসে কেরালায় গর্ভবতী হস্তিনীর মুখে পটকা বিস্ফোরণ ঘটিয়ে হত্যা, গত জুলাই মাসে উত্তর প্রদেশে গো হত্যা এবং ওই মাসেই নাগাল্যান্ডে খাদ্য হিসেবে কুকুর পাচারের মতো ঘটনা। আবেদনকারী জানায়, এই ধরনের কোনও ঘটনা জাতীয় অপরাধ নথি ব্যুরো-র (NCRB) পরিসংখ্যানে স্থান না পাওয়াও বিস্ময়কর।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.