বাংলা নিউজ > ঘরে বাইরে > Supreme Court:‘মাদকের আসক্তি যুব সমাজকে শেষ করে দিতে পারে’ পঞ্জাবকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

Supreme Court:‘মাদকের আসক্তি যুব সমাজকে শেষ করে দিতে পারে’ পঞ্জাবকে সতর্ক করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট। ফাইল ছবি।

বেআইনি মদের উৎপাদন ও বিক্রি রোধে পঞ্জাব সরকার কী পদক্ষেপ করছে তা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ বলেন, ‘পঞ্জাবে মাদকের আসক্তি বাড়ছে। এরকম চলতে থাকলে যুবসমাজ শেষ হয়ে যাবে।'

পঞ্জাবে বাড়ছে মাদকের বাড়বাড়ন্ত। যুবকদের ক্রমে গ্রাস করে নিচ্ছে মাদকের আসক্তি। সম্প্রতি পঞ্জাবে ঘটা একের পর এক ঘটনায় এমনই ছবি ধরা পড়ছে। এই অবস্থায় পঞ্জাবে মাদকের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সোমবার একটি মামলায় পঞ্জাব সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘এটি খুবই গুরুতর বিষয়। এটা যুবক সমাজকে শেষ করে দিতে পারে।’ এরপরেই এবিষয়ে পঞ্জাব সরকারকে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বেআইনি মদের উৎপাদন ও বিক্রি রোধে পঞ্জাব সরকার কী পদক্ষেপ করছে তা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছে শীর্ষ আদালত। এদিন বিচারপতি এমআর শাহ এবং সিটি রবিকুমারের বেঞ্চ বলেন, ‘পঞ্জাবে মাদকের আসক্তি বাড়ছে। এরকম চলতে থাকলে যুবসমাজ শেষ হয়ে যাবে। এটা খুবই গুরুতর বিষয় এবং খুবই দুর্ভাগ্যজনক। সরকারকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যদি দেশকে শেষ করতে চায়, বিশেষ করে সীমান্ত রাজ্য হওয়ায় মাদক দিয়ে তরুণদের শেষ করা সহজ। তাই এনিয়ে সরকারকে আরও সচেতন হতে হবে।

রাজ্য সরকারের পক্ষে উপস্থিত হয়ে, সিনিয়র অ্যাডভোকেট অজিত কুমার সিনহা বলেন, ভারত-পাকিস্তান সীমান্তে উপস্থিত থাকার ফলেই পঞ্জাবে মাদকের সমস্যা বাড়ছে। বেঞ্চ উল্লেখ করেছে, যে পঞ্জাবে ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে আবগারি আইনের অধীনে প্রায় ৩৪০০০ টি ফৌজদারি মামলা রুজু হয়েছে৷ তা নিয়েও উদ্বেগ প্রকাশ করছে শীর্ষ আদালত। বেঞ্চের মতে, বেআইনি মদের উৎপাদন বন্ধ করা উচিত।

বন্ধ করুন