কোভিডের জেরে মৃত্যু হলে তার ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে কোভিড ঘিরে ক্ষতিপূরণ পেতে বহু ক্ষেত্রেই ভুয়ো ডেথ সার্টিফিকেট পেশ করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এই ধরনের ঘটনার জেরে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। ক্ষতিপূরণ পেতে বহু চিকিৎসকের দেওয়া ভুয়ো ডেথ সার্টিফিকেট পেশ করা হচ্ছে। এই পরিস্থিতিতে তদন্তের পথে যাওয়ার ইঙ্গিতই উঠে এসেছে শীর্ষ আদালতের তরফে।
সুপ্রিম কোর্টে জাস্টিস এম আর শাহ ও বি ভি নাগরত্নের বেঞ্চ জানিয়েছে, ক্ষতিপূরণ দাবি করারও একটা 'লিমিট' থাকা উচিত। বেঞ্চ জানায়, 'চিন্তার বিষয় হল ডাক্তারদের দেওয়া ভুয়ো সার্টিফিকেট.. এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু।' এই গোটা পরিস্থিতিতে কোথাও একটা ছেদ পড়া দরকার বলে জানিয়েছে আদালত। নয়তো ঘটনাক্রম বাড়তেই থাকবে। বেঞ্চ জানতে চেয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোন কোন পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে। বেঞ্চ বলে, 'এর ফলে কোনও আসল দাবিদার নিজের অধিকার থেকে বঞ্চিত হবেন।'
উল্লেখ্য, সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, এইভাবে পরিস্থিতি চলতে থাকলে এটি অবিরত একটি প্রক্রিয়ার দিকে চলে যেতে থাকবে। এদিকে, মহারাষ্ট্র ও কেরলের পরিস্থিতির নিরিখে বেঞ্চ বলছে, 'মহারাষ্ট্র ও কেরলে পরিস্থিতি খুবই কঠিন ছিল। সেই নিরিখে, কিছু কেস হয়তো বা ভুয়ো।' বেঞ্চ বলছে, 'এমনও কিছু রাজ্য রয়েছে যেখানে প্রাথমিক মৃত্যু রেকর্ড হয়েছে ৪০,০০০ সেখানে ক্ষতিপূরণের দাবি ছাড়িয়েছে ২ লাখের অঙ্ক।' মহারাষ্ট্রের ক্ষেত্রেই এই অঙ্ক ২ লাখ ৪১ হাজার হয়েছে, সেখানে ৬৮ হাজার কেস বাতিল হয়েছে। ১৪০০০ মামলা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষতিপূরণের ইস্যুতে ভুয়ো সার্টিফিকেট মামলা নিয়ে উদ্বেগে শীর্ষ আদালত।