বাংলা নিউজ > ঘরে বাইরে > Supriya Sule's Saree Catches Fire: NCP সাংসদ সুপ্রিয়ার শাড়িতে লাগল আগুন, এরপর কী করলেন শরদ কন্যা? ভাইরাল ভিডিয়ো

Supriya Sule's Saree Catches Fire: NCP সাংসদ সুপ্রিয়ার শাড়িতে লাগল আগুন, এরপর কী করলেন শরদ কন্যা? ভাইরাল ভিডিয়ো

সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে লেগে যায় আগুন (PTI)

ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এনসিপি নেত্রীর শাড়িটি ভুলবশত এক প্রদীপের কাছে চলে গিয়েছে। একটি টেবিলের উপর রাখা ছিল সেই প্রদীপটা। সেখান থেকেই আচমকা শাড়িতে আগুন ধরে যায়।

রবিবার মহারাষ্ট্রের পুণেতে একটি অনুষ্ঠান চলাকালীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) সাংসদ সুপ্রিয়া সুলের শাড়িতে দুর্ঘটনাক্রমে আগুন লেগে যায়। ঘটনাটির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, বারামতির সাংসদ হিঞ্জাওয়াড়িতে একটি কারাটে প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে তিনি ছত্রপতি শিবাজি মহারাজের একটি ছোট মূর্তি মালা পরানোর সময় তাঁর শাড়িতে আগুন ধরে যায়। (আরও পড়ুন: ৬ দিনে দ্বিতীয়বার, ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানল ইন্দোনেশিয়ার সুমাত্রায়)

ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এনসিপি নেত্রীর শাড়িটি ভুলবশত এক প্রদীপের কাছে চলে গিয়েছে। একটি টেবিলের উপর রাখা ছিল সেই প্রদীপটা। সেখান থেকেই আচমকা শাড়িতে আগুন ধরে যায়। পরে অবশ্য সুপ্রিয়া জানান, তিনি অক্ষত রয়েছেন। তিনি বিবৃতি প্রকাশ করে বলেন, 'একটি কারাটে প্রতিযোগিতার উদ্বোধনে দুর্ঘটনাক্রমে আমার শাড়িতে আগুন ধরে যায়। তবে যথাসময়ে আগুন নিভিয়ে ফেলা হয়। সকল শুভানুধ্যায়ী, নাগরিক, দলীয় কর্মী ও নেতাদের অনুরোধ করছি আমাকে নিয়ে যেন চিন্তা না করেন। আমি নিরাপদে আছি।'

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, শাড়িতে আগুন লাগলেও প্রথমে সেদিকে নজর ছিল না সুপ্রিয়ার। তিনি তখন মাল্যদানে ব্যস্ত। তবে মঞ্চে উপস্থিত বাকিরা বিষয়টি দেখে এনসিপি সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন। তখন সঙ্গে সঙ্গে সুপ্রিয়া সেই আগুন নেভান নিজের হাত দিয়েই। এর ফলে আগুন শাড়িতে আর ছড়ায়নি এবং সাংসদ গুরুতর ভাবে আহত হননি। ভিডিয়োতে দেখা যায়, তাঁর আঁচলে আগুন ধরে যায়। আশেপাশের অনেকেই তখন সেদিকে তাকিয়ে। সাংসদ অনায়াসে নিজের হাত দিয়েই আগুনটির ওপর চাপড় মেরে তা নিভিয়ে দেন।

এদিকে এই ঘটনার পরও সুপ্রিয়া সুলে অনুষ্ঠানটি বাতিল করেননি। সেই অনুষ্ঠান সম্পন্ন করার পর সেদিনের সূচিতে থাকা বাকি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। সুপ্রিয়ার দফতরের তরফে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'সুপ্রিয়া সুলে তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন আজ। হিঞ্জেওয়াড়িতে আজকের অনুষ্ঠানে প্রদীপের থেকে তাঁর শাড়ির আঁচলে আগুন ধরে যায়। তিনি নিজেই আগুন নিভিয়ে ফেলেন তৎক্ষণাৎ। এরপরও সাংসদ অনুষ্ঠান অব্যাহত রাখেন। এবং তাঁর ব্যস্ত সূচি মেনে দিনভর অন্যান্য অনুষ্ঠানেও যোগদান করেন।' প্রসঙ্গত, সুপ্রিয়া সুলে বারামতি সংসদীয় আসন থেকে তিনবারের সাংসদ। বারামতি তাঁর বাবা তথা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন