দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে ফিরেই নয়া নজির গড়লেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে বসালেন সুজি ওয়াইলসকে। এই প্রথম কোনও মহিলাকে এই পদে বসানো হল!
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীন বারবার নজর কেড়েছেন সুজি। তথ্য বলছে, রাজনীতির প্যাঁচপয়জার ভালোই বোঝেন তিনি। সবথেকে ভালো বোঝেন ডোনাল্ড ট্রাম্পের জটিল রাজনৈতিক চরিত্র।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কীভাবে প্রচার সারবেন, তার অনেকটাই নির্ভর করে ছিল এই সুজির সিদ্ধান্তের উপর। ওয়াকিবহাল মহালের দাবি, সুজি একজন দক্ষ রাজনৈতিক কৌশলী।
সুজি যে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ পদে বসছেন, সেকথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন ট্রাম্পের ডেপুটি, অর্থাৎ - আমেরিকার নয়া ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
তাঁর মতে, সুজি ওয়াইলস হলেন ডোনাল্ড ট্রাম্পের 'উইনিং ক্যাম্পেন ম্যানেজার'। অর্থাৎ - এবারের নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচার কৌশল যে কার্যকর হয়েছে, তার জন্য সরাসরি সুজিকেই কৃতিত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
প্রসঙ্গত, সুজি ওয়াইলসের সঙ্গে মার্কিন রিপাবলিকদের সম্পর্ক অত্যন্ত গভীর। বিশেষ করে ফ্লোরিডায় রিপাবলিকানদের ভিত মজবুত করতে তাঁর বড় ভূমিকা রয়েছে। সেখানে তিনি এবারও একাধিক সফল নির্বাচনী প্রচার করিয়েছেন।
এছাড়া, ২০১৬ এবং ২০২০ সালেও ট্রাম্পের জন্য ফ্লোরিডায় প্রচারের দায়িত্বে ছিলেন সুজি ওয়াইলস। এর পাশাপাশি, ২০১৮ সালে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের জন্যও প্রচারকার্য পরিচালনা করেছিলেন সুজি।
সুজি ওয়াইলসের রাজনৈতিক সফর শুরু হয় ১৯৭০-এর দশকে ওয়াশিংটন থেকে। প্রথমে নিউ ইয়র্কের প্রতিনিধি জ্যাক কেম্পের অফিসে কাজ করতেন তিনি।
পরবর্তীতে রোনাল্ড রেগানের প্রচার কর্মসূচি এবং প্রশাসনিক দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলেছেন সুজি।
এর পরে ক্রমে তিনি ফ্লোরিডার রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। ২০১০ সালে সেখানকার গভর্নর হন রিক স্কট। শোনা যায়, রিকের এই সাফল্যে নেপথ্যেও সুজির পরিশ্রম ও বুদ্ধি রয়েছে।
দ্বিতীয়বারের জন্য মার্কিন মসনদে ফিরেই এহেন সুজি ওয়াইলসে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁকে সুজি সম্পর্কে বলতে শোনা গিয়েছে, তিনি 'দৃঢ়, উদ্ভাবনী শক্তি সম্পন্ন এবং বিশ্বব্যাপী প্রশংসিত'।
সুজিকে তাঁর নতুন পদে বসানো প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য হল, 'হোয়াইট হাউসের ইতিহাসে সুজিই প্রথম মহিলা, যাঁকে চিফ অফ স্টাফ করা হচ্ছে। সুজি অবশ্যই এই পদে যোগ্য। তাঁকে পদে বসাতে পারাটাও সম্মানের। আমি মনে এতটুকুও সন্দেহ নেই এই বিষয়ে যে তিনি তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে সারা দেশকে গর্বিত করবেন।'