বাংলা নিউজ > ঘরে বাইরে > '১২ সাংসদের সাসপেনশন অগ্রহণযোগ্য',কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সরব সোনিয়া গান্ধী

'১২ সাংসদের সাসপেনশন অগ্রহণযোগ্য',কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সরব সোনিয়া গান্ধী

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী (ছবি সৌজন্যে পিটিআই) (PTI)

সাংসদ সাসপেনশন ছাড়াও সোনিয়া গান্ধী এদিন কৃষক মৃত্যু, নাগাল্যান্ডের ঘটনা নিয়েও সরব হন।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী বুধবার সকালে একটি গুরুত্বপূর্ণ সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি কৃষকদের সংকট থেকে শুরু করে সীমান্ত ইস্যুর মতো বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন। সোনিয়া গান্ধী গত সপ্তাহে রাজ্যসভা থেকে ১২ জন সাংসদকে সাসপেন্ড করার বিষটিও উত্থাপিত হয় বৈঠকে। সোনিয়া গান্ধী এদিন বলেন যে কংগ্রেস দল সাসপেন্ডেড সাংসদদের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছে৷

এদিন কৃষক মৃত্যু নিয়ে বৈঠকে সোনিয়া গান্ধী বলেন, ‘যেই ৭০০ জন কৃষক নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সম্মান জানাই। মোদী সরকার কৃষক ও সাধারণ মানুষের প্রতি সংবেদনশীল নয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতিটি পরিবারের মাসিক বাজেট ছাড়িয়ে যাচ্ছে।’

এদিকে নাগাল্যান্ডের ঘটনা এবং সীমান্ত সমস্যা নিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘আমরা সীমান্ত ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাই। নাগাল্যান্ডের ঘটনার জন্য সরকারের অনুশোচনা যথেষ্ট নয়। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেওয়া দরকার। নাগাল্যান্ডে সংঘটিত মর্মান্তিক ঘটনাগুলির জন্য আমাদের সম্মিলিত যন্ত্রণাও প্রকাশ করতে হবে। এই ঘটনার ফলে অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং একজন নিরাপত্তা কর্মীও প্রাণ হারিয়েছেন।’ পাশাপাশি রাজ্যসভার সাংসদদের সাসপেনশন নিয়ে সোনিয়া গান্ধী বলেন, ‘এটা নজিরবিহীন এবং অগ্রহণযোগ্য। সাময়িক বরখাস্ত হওয়া সংসদ সদস্যদের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

 

ঘরে বাইরে খবর

Latest News

আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.