ফের একবার খবরে আম আদমি পার্টির বেসুরো সাংসদ স্বাতী মালিওয়াল। বৃহস্পতিবার স্বাতী, তাঁরই দলের প্রতিষ্ঠাতা তথা সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে আবর্জনা ফেলে প্রতিবাদে মুখর হন। দিল্লিতে অপরিচ্ছন্নতার প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন আম আদমি পার্টির সাংসদ স্বাতী। তাঁকে পরে আটক করে পুলিশ।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি রয়েছে দিল্লির বিধানসভা ভোট। তার আগে, সদ্য বৃহস্পতিবার স্বাতী মালিওয়াল ও তাঁর সঙ্গে বেশ কিছু বাসিন্দাকে দেখা যায়, অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নোংরা আবর্জনা ফেলতে। ঘটনা দিল্লির বিকাশপুরী এলাকার। সেখানেই বসবাস অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টির সুপ্রিমোর তুমুল সমালোচনা করেন স্বাতী। তিনি বলেন,' আমরা এই আবর্জনা অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে নিয়ে যাব এবং তাঁকে জিজ্ঞাসা করব যে তিনি দিল্লির প্রতিটি এলাকায় এই নোংরা উপহার দিয়েছেন.. তাঁর কী করবেন?' মালিওয়ালের দাবি, দিল্লিতে স্বাস্থ্যবিধি এবং পরিকাঠামো সংক্রান্ত পরিস্থিতির অবনতি হয়েছে। তিনি বিকাশপুরীর মহিলাদের অভিযোগ উদ্ধৃত করেছেন, যাঁরা স্থানীয় বিধায়কের কাছে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও তাঁদের রাস্তায় আবর্জনা ফেলা হচ্ছে। মালিওয়াল বলেন,'দিল্লির প্রতিটি কোণ নোংরা, রাস্তা ভাঙা, ড্রেন উপচে পড়ছে।' আপের সাংসদ, আপের সুপ্রিমোর বাড়ির সামনে আবর্জনা ফেলে বলেন,এই প্রতিবাদ কোনো দলের বিরুদ্ধে নয়। আজ দিল্লির অবস্থা খারাপ।'
আর কয়েকদিন পরই ভোট দিতে চলেছে দিল্লি। ফলাফল ঘোষিত হবে ৮ ফেব্রুয়ারি। এমন একটা সময়, যখন শিয়রে ভোটপর্ব। তখনই এই ঘটনা ঘটে। যদিও স্বাতী মালিওয়ালকে পরে পুলিশ এসে আটক করে। স্বাতীর আটক হওয়া নিয়েও একপ্রস্থ চাঞ্চল্য তৈরি হয়। এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনার কথা মাথায় রেখে দিল্লিতে কেজরিওয়ালে বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে। কারোরই আইন লঙ্ঘনের অধিকার নেই, সেই সূত্র ধরেই পুলিশ তৎপর বলে জানিয়েছে। এদিকে, দিল্লিতে, ভোটের ঠিক আগে, আপের সাংসদের এই ঘটনায় দিল্লির রাজনৈতিতে চাঞ্চল্য দেখা গিয়েছে।